‘রেড লাইন’ অক্ষুণ্ণ রেখেই বাণিজ্য চুক্তি: জয়শঙ্কর
প্রকাশিত : ০৪:৪০ পিএম, ৬ অক্টোবর ২০২৫ সোমবার

আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি হলেও ভারতের ‘রেড লাইন’ বা মৌলিক অবস্থান কোনোভাবেই লঙ্ঘন করা হবে না। এমনই কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
রবিবার নয়াদিল্লিতে আয়োজিত কৌটিল্য ইকোনমিক ফোরাম–এর এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমেরিকার সঙ্গে আমাদের কিছু অমীমাংসিত ইস্যু আছে। তার বড় কারণ হলো, এত দিন আমরা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিতে একমত হতে পারিনি। সেই কারণেই প্রথমে ভারতের ওপর শুল্ক আরোপ করা হয়েছিল।”
জয়শঙ্কর বলেন, “আমেরিকা রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের ওপর দুই দফায় ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে। অথচ অনেক দেশ রাশিয়া থেকে তেল নিচ্ছে, কিন্তু তাদের ক্ষেত্রে কোনো শুল্ক আরোপ করা হয়নি। এটা স্পষ্টতই দ্বিচারিতা। আমরা প্রকাশ্যে বলেছি, এটি অন্যায়।”
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় বাজার হলেও ভারতের জন্য জাতীয় স্বার্থই মুখ্য। “বাণিজ্যিক বোঝাপড়া দরকার, তবে আমাদের সীমারেখাও মানতে হবে। কিছু বিষয় আছে যেগুলোর সঙ্গে আপস করা যায় না।” জয়শঙ্কর মনে করেন, দুই দেশের সম্পর্ককে শুধুমাত্র ট্যারিফ বা বাণিজ্য ইস্যুর মধ্যে সীমাবদ্ধ রাখলে ভুল হবে। “সম্পর্কের প্রতিটি দিক নিয়ে আলোচনা হওয়া উচিত- রাজনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তা সব ক্ষেত্রেই আমরা ভারসাম্য রাখতে চাই। ”
বিশ্বব্যাপী অর্থনৈতিক ও ভূরাজনৈতিক জটিলতার কথা উল্লেখ করে ভারতের ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “সমস্যাগুলো অস্বীকার না করে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে হবে। ভারত সেই পথেই হাঁটছে।” তবে জয়শঙ্কর মনে করেন, এই টানাপড়েন দুই দেশের সার্বিক সম্পর্ককে নষ্ট করছে না। “সব ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব পড়ছে না। অনেক সহযোগিতা আগের মতোই চলছে, এমনকি কিছু ক্ষেত্রে আগের চেয়েও ভালো।” বলেন তিনি।
ভারত–যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনার অগ্রগতি প্রসঙ্গে আশা প্রকাশ করে তিনি বলেন, “আলোচনা আবার শুরু হয়েছে। আমি আশাবাদী, খুব শিগগিরই এমন একটি চুক্তিতে পৌঁছানো যাবে, যেখানে দুই দেশের স্বার্থ রক্ষা পাবে এবং সম্পর্ক আরও সুদৃঢ় হবে।”