করণ জোহর বললেন, “দুজনেই পাগল– শাহরুখ আর আরিয়ান”
মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন, স্টাফ রিপোর্টার
প্রকাশিত : ১২:১৫ পিএম, ৬ অক্টোবর ২০২৫ সোমবার

বলিউডে শাহরুখ খান ও করণ জোহরের বন্ধুত্ব নিয়ে আলোচনা নতুন নয়। দীর্ঘদিনের এই বন্ধুত্ব এবার পৌঁছে গেছে পরবর্তী প্রজন্মেও– শাহরুখের ছেলে আরিয়ান খান পর্যন্ত। সম্প্রতি আরিয়ানের পরিচালনায় প্রথম ছবি ‘ব্যাডাস অফ বলিউড’-এ অভিনয় করেছেন করণ জোহর। আর এই কাজের অভিজ্ঞতা নিয়েই করণ জানালেন চমকপ্রদ কিছু মন্তব্য।
একটি ইউটিউব চ্যানেলের র্যাপিড-ফায়ার পর্বে করণ জোহর বলেন, “শাহরুখ আর আরিয়ান– দুজনেই সমান পাগল। প্রতিটি দৃশ্য, প্রতিটি শট নিয়ে তারা অদ্ভুত রকম আবেগপ্রবণ। আরিয়ান যদি নিজের মতো করে কিছু না পায়, তখন সত্যিই পাগল হয়ে যায়।”
করণ আরও জানান, আরিয়ান ও শাহরুখের মধ্যে পার্থক্য হলো– আরিয়ানের মঞ্চ ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পেছনে।
‘ব্যাডাস অফ বলিউড’-এ কাজের অভিজ্ঞতা নিয়ে করণ সামাজিক মাধ্যমে একটি আবেগঘন নোটও লেখেন, যেখানে তিনি আরিয়ানকে ভালোবেসে ‘আমার প্রথম সন্তান’ বলে উল্লেখ করেন।
শাহরুখ খানের পেশাদারিত্বের কথা বলতে গিয়ে করণ বলেন,“ শাহরুখ কখনও কোনো সিনেমা সাইন করার আগে পারিশ্রমিক বা স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করেন না। শুধু বলেন, তুমি যা ঠিক মনে করো, আমি সই করে দেব।”
করণ ও শাহরুখের সম্পর্কের সূচনা হয়েছিল ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবির সেটে, যেখানে করণ ছিলেন সহকারী পরিচালক। পরবর্তীতে করণের পরিচালনায় শাহরুখ অভিনয় করেন ‘কুছ কুছ হোতা হ্যায়’, আর সেই থেকেই শুরু তাদের সাফল্যের জুটি– যার ফলশ্রুতিতে দর্শক পেয়েছেন ‘কভি খুশি কভি গম’, ‘মাই নেম ইজ খান’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর মতো একের পর এক হিট সিনেমা।