ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত, লন্ডনে চিকিৎসাধীন
মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন, স্টাফ রিপোর্টার
প্রকাশিত : ০৮:৩১ পিএম, ৫ অক্টোবর ২০২৫ রোববার

নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ও প্রবীণ চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন দীর্ঘদিন ধরে অসুস্থ। সাত মাসেরও বেশি সময় ধরে শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। বর্তমানে তিনি লন্ডনে ব্রেন টিউমারের চিকিৎসা নিচ্ছেন।
বুধবার (১ অক্টোবর) নিসচা আয়োজিত সংবাদ সম্মেলনে কানাডা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিষয়টি নিশ্চিত করেন তাঁর একমাত্র ছেলে মিরাজুল মইন জয়।
মইন জানান, বছরের শুরুতে তাঁর বাবা নানা শারীরিক সমস্যায় ভুগতে শুরু করেন। কথা বলার সময় জড়িয়ে যাওয়া ও স্মৃতিশক্তি হ্রাসের কারণে ৯ এপ্রিল তাঁকে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে নেওয়া হয়। এমআরআই পরীক্ষার পর দেখা যায়, তাঁর মস্তিষ্কে টিউমার রয়েছে। পরবর্তীতে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্সে চিকিৎসা করা হলেও অবস্থার উন্নতি না হওয়ায় পরিবার তাঁকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত নেয়।
গত ২৬ এপ্রিল তিনি লন্ডনে যান। সেখানে হারলি স্ট্রিট ক্লিনিকে তিন মাস পরীক্ষা-নিরীক্ষার পর ৫ আগস্ট উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে অস্ত্রোপচার করা হয়।
চিকিৎসকরা জানান, টিউমারটি মস্তিষ্কের গভীর স্থানে থাকায় সম্পূর্ণ অপসারণ সম্ভব নয়। জীবনহানির ঝুঁকি বিবেচনায় টিউমারের একটি অংশ অপসারণ করা হয়েছে। বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে।
চলতি মাসেই তাঁর রেডিয়েশন ও কেমোথেরাপি শুরু হবে বলে জানিয়েছেন মিরাজুল মইন জয়।