রোববার   ০৫ অক্টোবর ২০২৫   আশ্বিন ২০ ১৪৩২   ১২ রবিউস সানি ১৪৪৭

নারী বিশ্বকাপেও হাত মেলালেন না ভারত-পাকিস্তান অধিনায়ক

মোঃ মাহাবুবুর রহমান রাব্বি

প্রকাশিত : ০৩:৫৫ পিএম, ৫ অক্টোবর ২০২৫ রোববার

ভারত-পাকিস্তান ক্রিকেটের দ্বৈরথে রাজনৈতিক উত্তাপের প্রভাব আরও একবার স্পষ্ট হলো। সম্প্রতি ছেলেদের এশিয়া কাপে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতের খেলোয়াড়রা। সেই ঘটনার রেশ ছড়িয়ে পড়েছে নারী বিশ্বকাপেও। আজ কলম্বোয় নারী বিশ্বকাপে টসের সময় হাত মেলালেন না ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর ও পাকিস্তানি অধিনায়ক ফাতিমা সানা।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচের আগে টসের জন্য দুই অধিনায়ক মাঠে নামলেও তাদের মধ্যে চিরাচরিত সৌজন্যমূলক হাত মেলানো দেখা যায়নি। তারা একে অপরের থেকে দূরত্ব বজায় রাখেন।

ম্যাচে অবশ্য টস জিতেছেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা। টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠানোর আমন্ত্রণ জানিয়েছেন তিনি। টুর্নামেন্টে ভারত তাদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে। অন্যদিকে পাকিস্তান তাদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হেরেছে।

শক্তির বিচারে ম্যাচে পরিষ্কার ফেভারিট হিসেবেই মাঠে নেমেছে ভারত। নারী ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দুই দলের ১১টি সাক্ষাতের সবকটিতেই জিতেছে ভারত। তাই মাঠের লড়াইয়ে ভারতের একাধিপত্য থাকলেও, হাত না মেলানোর ঘটনাটি ম্যাচের চেয়েও বড় আলোচনার জন্ম দিয়েছে।