রোববার   ০৫ অক্টোবর ২০২৫   আশ্বিন ২০ ১৪৩২   ১২ রবিউস সানি ১৪৪৭

ইসলামসহ সব ধর্মের মানুষের সহাবস্থানই বিএনপির আদর্শ: শামা ওবায়েদ

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৬ এএম, ৫ অক্টোবর ২০২৫ রোববার

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, “ইসলাম শান্তির ধর্ম। ইসলাম আমাদের শিখিয়েছে নিজের ধর্ম পালন করার পাশাপাশি অন্য ধর্মের মানুষকেও শ্রদ্ধা করতে। এটাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, যা তারেক রহমানও অক্ষরে অক্ষরে অনুসরণ করছেন।”

শনিবার (৪ অক্টোবর) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার এনএম একাডেমি মাঠে স্থানীয় ওলামা দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, “২০১৭ সালে হাজার হাজার রোহিঙ্গা মুসলিম আমাদের দেশে আশ্রয় নেয়। এর আগেও রোহিঙ্গারা এসেছিল, তখন শহীদ জিয়া দক্ষতার সঙ্গে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছিলেন। কিন্তু শেখ হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রাখতে বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে সমঝোতা করে রোহিঙ্গা সমস্যা সমাধান করতে পারেননি। বিএনপি সরকার গঠন করলে ইনশাআল্লাহ এই সমস্যার স্থায়ী সমাধান হবে।”


তিনি আরও বলেন, “দীর্ঘ ১৭ বছর পর ছাত্র–জনতার আন্দোলনের মাধ্যমে জুলুম–নির্যাতন থেকে দেশ রক্ষা পেয়েছে। বিএনপি সরকারে থাকাকালীন কখনো কোনো আলেম–ওলামা কিংবা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ নির্যাতনের শিকার হয়নি। বিএনপি ফ্যাসিবাদে বিশ্বাস করে না, আমরা একটি নিরাপদ, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে চাই।”

ওলামা সমাজের উদ্দেশ্যে শামা ওবায়েদ বলেন, “আমার বাবা মরহুম কেএম ওবায়দুর রহমান সালথা–নগরকান্দার আলেম–ওলামাদের গভীরভাবে শ্রদ্ধা করতেন, আমিও সেই পথ অনুসরণ করি। এখন সময় এসেছে নগরকান্দা–সালথাকে নতুনভাবে গড়ে তোলার। সময় এসেছে মসজিদ–মাদরাসাসহ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিতে ঐক্যবদ্ধ হওয়ার। এটি শুধু বিএনপিই পারে বাস্তবায়ন করতে।”


সম্মেলনে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. দেলোয়ার হোসেন জিল্লুর।

এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ওলামা দলের দপ্তর সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, জেলা সদস্য সচিব মাওলানা মো. সিরাজুল ইসলাম, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ–সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, ওলামা নেতা মাওলানা নিজাম উদ্দীন, বিএনপি নেতা রাশেদ মাতুব্বর, মুরাদুর রহমান, এবং আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি মো. ইয়াসিন বিশ্বাস প্রমুখ।