শনিবার   ০৪ অক্টোবর ২০২৫   আশ্বিন ১৯ ১৪৩২   ১১ রবিউস সানি ১৪৪৭

চাঁদাবাজির মামলায় সাংবাদিকদের নাম দেওয়ার অভিযোগ!

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত : ০৬:৩৫ পিএম, ৪ অক্টোবর ২০২৫ শনিবার

রাজধানীরমিরপুর মডেল থানায় একটি চাঁদাবাজির মামলায় দৈনিক তরুণ কন্ঠের বিশেষ প্রতিবেদক আশরাফুল আলম সিদ্দিকী ও দৈনিক দিন প্রতিদিনের স্টাফ রিপোর্টার সানি হোসেন নাম দেওয়ায় অভিযোগ উঠায় উক্ত চাঁদাবাজি মামলা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। 

 

মামলায় নাম থাকা দুই সাংবাদিকের দাবি, এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র, যার মাধ্যমে তাদের পেশাগত কাজে বাধা দেওয়া এবং ভয় দেখানো হচ্ছে।

 

মিরপুর মডেল থানার মামলা নং ৫৫-অনুযায়ী, ২০২৫ সালের ১৩ মে বৈষম‍্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক পরিচয়দানকারি প্রায় ১০/১২ জনের নামের সাথে উক্ত দুই সাংবাদিকসহ প্রায় ১৯ জনের বিরুদ্ধে মিরপুরের একটি স্থানে চাঁদাবাজির ঘটনা উল্লেখ করে বলে অভিযোগ করেছেন মামলা বাদী আমিনুল ইসলাম।

 


মামলা বিষয়ে তদন্ত কর্মকর্তা এসআই মনিরুল ইসলাম সাংবাদিক সানি হোসেনকে মোবাইল ফোনে ঘটনার বিষয়ে জানতে চাইলে বিষয়টি জানতে পারেন উক্ত চাঁদাবাজির মামলায় তাদের নামে দেয়া হয়েছে ।  

 


মামলায় তাদের নাম দেয়ার বিষয়টি ব‍্যক্তিগত আক্রশের শিকার দাবি করে সাংবাদিক আশ্রাফুল আলম সিদ্দিকী ও সানী হোসেন বলেন ,  ঘটনার দিন তারা ঢাকার ওয়ারী জোনের সহকারী পুলিশ কমিশনারের (এসি) কার্যালয়ে উপস্থিত ছিলাম। এবং এর স্বপক্ষে সিসিটিভি ফুটেজ ও দাপ্তরিক নথির মতো সুনির্দিষ্ট প্রমাণ তাদের কাছে রয়েছে।

 


বাদীর বিরুদ্ধে অভিযোগ তুলে তারা দাবি করেন, এটি একটি সাজানো মামলা, যা করা হয়েছে আমাদের কণ্ঠরোধ করতে এবং দুর্নীতির খবর প্রকাশে বাধা দিতে। যে স্থানে চাঁদাবাজির ঘটনা ঘটেছে বলে অভিযোগ তোলা হয়েছে, সেখানে তারা উপস্থিত ছিলেন না এবং মামলার বাদীসহ সংশ্লিষ্ট কাউকেই তারা চেনেন না।

 

সাংবাদিক সানি হোসেন ও আশরাফুল আলম প্রশাসনের প্রতি অনুরোধ করে বলেন, “আমাদের কাছে থাকা প্রমাণগুলো যাচাই করে সত্য উদঘাটন করুন।

 

সাংবাদিক সংগঠনের প্রতিক্রিয়া
জাতীয় সাংবাদিক সংগঠন এক বিবৃতিতে ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, “সাংবাদিকদের ভয় দেখাতে ও নিরব করতে চাঁদাবাজির মিথ্যা মামলা এখন একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেদিন যখন দুই সাংবাদিক দাপ্তরিক কাজে এসি অফিসে ছিলেন, তখন তাদের নামে অন্যত্র মিথ্যা ঘটনা সাজানো হয়েছে এটি প্রশাসনের জন্যও উদ্বেগজনক।”

 

সংগঠনটি  হয়রানি মুলক মামলার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে মামলার নিরপেক্ষ তদন্ত দাবি জানিয়েছে।