ডিজিটাল জগতে নিরাপত্তার সেবায় আলোচনায় মাহাদী ইকবাল
মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন, স্টাফ রিপোর্টার
প্রকাশিত : ০৫:১২ পিএম, ৪ অক্টোবর ২০২৫ শনিবার

ডিজিটাল যুগে ফেসবুক ও সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত বাড়ছে নানা ধরনের জটিলতা ও ঝুঁকি। একাউন্ট হ্যাক, ভুয়া আইডি, ভেরিফিকেশন সমস্যা কিংবা কপিরাইট জটিলতা– এসব সমস্যা সমাধানে এগিয়ে এসেছেন গাজীপুরের তরুণ মাহাদী ইকবাল।
তিনি সাইবার সিকিউরিটি সম্পর্কিত বিভিন্ন সেবা দিয়ে ইতোমধ্যেই সবার কাছে পরিচিতি পেয়েছেন। বিশেষ করে ফেসবুক একাউন্টের নিরাপত্তা নিশ্চিত করা, হ্যাক হওয়া আইডি পুনরুদ্ধার, ডিজেবল বা লক হওয়া একাউন্ট সচল করা, কপিরাইট রিস্টোর ও ভুয়া একাউন্ট রিমুভ করার মতো গুরুত্বপূর্ণ কাজগুলোতে তিনি নির্ভরযোগ্য সহায়তা প্রদান করছেন।
মাহাদী ইকবাল জানান, ডিজিটাল দুনিয়ায় নিরাপত্তাহীনতার কারণে সাধারণ ব্যবহারকারীরা প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন। আর সেই সমস্যার সমাধান করাই তার মূল লক্ষ্য।
তার কার্যক্রম গাজীপুর ছাড়িয়ে দেশের বিভিন্ন জায়গায় ইতোমধ্যেই সাড়া ফেলেছে। বিশেষ করে তরুণ প্রজন্ম সাইবার নিরাপত্তা বিষয়ে তাকে আস্থার জায়গা হিসেবে দেখছেন।