শনিবার   ০৪ অক্টোবর ২০২৫   আশ্বিন ১৮ ১৪৩২   ১১ রবিউস সানি ১৪৪৭

টঙ্গীতে মোটরসাইকেল বিক্রির ফাঁদে অপহরণ, গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার

প্রকাশিত : ১১:৪৯ পিএম, ৩ অক্টোবর ২০২৫ শুক্রবার

গাজীপুরের টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া এলাকায় মোটরসাইকেল বিক্রির প্রলোভনে এক তরুণকে ডেকে নিয়ে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

 

গ্রেপ্তারকৃতরা হলো—শফিকুল (৩৮), রাকিবুল (২৭) ও সোহাগ (২০)।

 

ভুক্তভোগী মো. সাইদুল ইসলাম পাপ্পু (২০) থানায় দায়ের করা অভিযোগে জানান, ফেসবুকে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দেখে তিনি যোগাযোগ করেন। পরে বিক্রেতা পরিচয়ে এক ব্যক্তি তাকে ১ অক্টোবর বিকেলে দত্তপাড়া এলাকায় যেতে বলেন। সাইদুল তার বন্ধু রাজীবকে নিয়ে সেখানে পৌঁছালে অভিযুক্তরা তাদের একটি গলির ভেতরে নিয়ে যায়।

 

এজাহারে বলা হয়, আগে থেকেই ওঁত পেতে থাকা ৬-৭ জন যুবক তাদের আটক করে মারধর করে এবং ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। আতঙ্কে সাইদুল ঘটনাস্থলেই মোটরসাইকেল কেনার জন্য আনা নগদ এক লাখ বিশ হাজার টাকা তুলে দেন। তবুও অভিযুক্তরা আরও আশি হাজার টাকা দাবি করে। এ সময় চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এলে রাজীবের কাছ থেকে প্রায় ৩৩ হাজার ৫০০ টাকার একটি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।

 

পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশকে খবর দেন। পরে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) বায়জিদ নেয়াজ তদন্তে নেমে চক্রের তিনজনকে গ্রেপ্তার করেন। জিজ্ঞাসাবাদে তাদের সহযোগীদের নামও উদ্ঘাটন হয়েছে বলে পুলিশ জানায়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, চক্রটি দীর্ঘদিন ধরে ফেসবুকে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের ফাঁদে ফেলে অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান।