লাকসামে ইসলামিক ফ্রন্টের কাউন্সিল-২৫ অনুষ্ঠিত
রিয়াদ হোসাইন কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি:
প্রকাশিত : ০৬:০২ পিএম, ৩ অক্টোবর ২০২৫ শুক্রবার

কুরআন-সুন্নাহ ভিত্তিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার লাকসামে অনুষ্ঠিত হলো ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কাউন্সিল-২৫।
শুক্রবার বিকেল লাকসামের ফুড ল্যান্ড চাইনিজ এন্ড পার্টি সেন্টারে জাঁকজমকপূর্ণ পরিবেশে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মীর মোহাম্মদ আবু বকর, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ এবং সভাপতি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কুমিল্লা জেলা। তিনি বলেন, “আজকের এ কাউন্সিল শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের অঙ্গীকারের নতুন শপথ। কুরআন-সুন্নাহর বিধান মেনে চলা ছাড়া শান্তির সমাজ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র কায়েম করা সম্ভব নয়।
প্রধান বক্তা মাওলানা মোহাম্মদ মনির হোসাইন, সভাপতি ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ, বলেন দেশে ইসলামী আদর্শ প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসতে হবে। ইসলামই শান্তির একমাত্র পথ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ মনিরউদ্দিন, আহ্বায়ক ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ লাকসাম উপজেলা। তিনি বলেন, আজকের এ কাউন্সিলের মাধ্যমে লাকসাম উপজেলায় ইসলামিক ফ্রন্ট আরও সংগঠিত ও শক্তিশালী হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাকসাম উপজেলা সাধারণ সম্পাদক কাজি সাইফুল ইসলাম, মাওলানা মনোয়ার হোসেন, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা আলাউদ্দিনসহ আরও অনেকে। বক্তারা বলেন, জাতির মুক্তি ও সমাজের শান্তি কেবল কুরআন-সুন্নাহর নির্দেশনায় সম্ভব। ইসলামই মানবতার পরিপূর্ণ জীবনবিধান।”
কাউন্সিলে লাকসাম উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ইসলামিক ফ্রন্ট ও সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী অংশগ্রহণ করেন। উচ্ছ্বসিত নেতাকর্মীরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করে স্লোগানে মুখরিত করেন পুরো অনুষ্ঠানস্থল।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব গড়ে উঠবে এবং আগামী দিনে ইসলামী আন্দোলনকে আরও সুসংগঠিত করা সম্ভব হবে।