শুক্রবার   ০৩ অক্টোবর ২০২৫   আশ্বিন ১৮ ১৪৩২   ১০ রবিউস সানি ১৪৪৭

যে একাদশ নিয়ে আজ মাঠে নামতে পারে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত : ০৫:০৩ পিএম, ৩ অক্টোবর ২০২৫ শুক্রবার

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ দল। সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্যে শুক্রবার (০৩ অক্টোবর) দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে এই দুই দল। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।

কেমন হতে পারে আফগানিস্তান সিরিজে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশ, সেই প্রশ্ন ক্রীড়াপ্রেমীদের। প্রথম ম্যাচে ওপেনিংয়ে দারুণ ব্যাটিং করেছেন তামিম-ইমন। আজও ওপেনিংয়ে তাদেরই দেখা যাবে। সেক্ষেত্রে তিনে নামবেন সাইফ।

মিডল অর্ডারকে শক্তিশালী করতে আজ দলে ফিরতে পারেন তাওহীদ হৃদয়। সেক্ষেত্রে কপাল পুড়তে পারে শামীমের। সর্বশেষ তিন ম্যাচে দুটিতে শূন্যতে ফিরেছেন এই বাঁহাতি। নুরুল কাল অপরাজিত ২৩ রান করে দলের জয়ে ভূমিকা রাখায় আজ দলে টিকে যেতে পারেন।

স্পিনার হিসেবে পারফরম্যান্স বিবেচনায় নাসুম আহমেদ ও রিশাদ হোসেনের আজও খেলার সম্ভাবনা বেশি। পরিবর্তন আসতে পারে বাংলাদেশের পেস বিভাগে। দ্বিতীয় ম্যাচে তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হতে পারে। মুস্তাফিজও এশিয়া কাপ থেকে টানা খেলছেন। তাই পেস বিভাগে পরিবর্তন আসতে পারে আজ। সেক্ষেত্রে বাঁহাতি শরীফুল ইসলামকে আজ দলে দেখা যেতে পারে।

যে একাদশ নিয়ে আজ মাঠে নামতে পারে বাংলাদেশ
মোবাইলে আফগানিস্তান-বাংলাদেশ দ্বিতীয় টি-টোয়েন্টি দেখবেন যেভাবে
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, শামীম হোসেন/তাওহীদ হৃদয়, জাকের আলী (অধিনায়ক), নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ/শরীফুল ইসলাম ও তানজিম হাসান।