প্রতিমা বিসর্জনের সময় ট্রলি উল্টে ১১ জনের মৃত্যু
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত : ০৪:৩৮ পিএম, ৩ অক্টোবর ২০২৫ শুক্রবার

ভারতের মধ্যপ্রদেশে বৃহস্পতিবার রাতে দুর্গা প্রতিমা বিসর্জন দিতে গিয়ে পানিতে ডুবে ১১ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে খান্ডোয়া জেলার পান্ধানা শহরের অরডালা গ্রামে। বিজয়া দশমীর সন্ধ্যায় শোভাযাত্রা নিয়ে একটি ট্রলিতে করে প্রতিমা নিয়ে একটি জলাশয়ের ধারে যান স্থানীয়রা। তবে ভারসাম্য হারিয়ে সেটি পানিতে উল্টে গেলে দুর্ঘটনাটি ঘটে।
খান্ডোয়ার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সাতজন কিশোরী ও চারজন যুবক এতে মারা গেছেন। তাদের মধ্যে আটজন অপ্রাপ্তবয়স্ক। আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা শোচনীয়।
পাডলাফাটা এলাকার বাসিন্দারা দুর্গা প্রতিমা বিসর্জন দিতে রাতে স্থানীয় জলাশয়ে যান। পানিতে নামার পর ট্রলিটি ভারসাম্য রাখতে না পেরে উল্টে যায়। ট্রলিতে তখন প্রতিমা ছাড়াও ২০-২৫ জন ছিলেন।
ধারণা করা হচ্ছে, পানির মধ্যে কোনো পাথরে চাকা লেগে ট্রলিটি উল্টে যায়। যারা ছিল, তাদের অনেকেই সাঁতরে উঠতে পারলেও ১১ জনকে সময়মতো উদ্ধার করা সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, মৃতদের বয়স ১৩ থেকে ২০ বছরের মধ্যে।
সরকারি সূত্রে জানা গেছে, স্থানীয় পুলিশ ট্রলি চালককে আগেই সতর্ক করেছিল। পানির মধ্যে নরম কাদামাটিতে ট্রলি নিয়ে যাওয়ায় নিষেধ করা হয়েছিল। কিন্তু বাসিন্দাদের আনন্দ-মুহূর্তে সেই সাবধানবাণী কানে তোলা হয়নি।
এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব শোক জানিয়েছেন। নিহতদের প্রত্যেকের পরিবারকে ৪ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।