শুক্রবার   ০৩ অক্টোবর ২০২৫   আশ্বিন ১৭ ১৪৩২   ১০ রবিউস সানি ১৪৪৭

ইসরায়েলি বাহিনীর হাতে আটকা পড়েছে ফ্লোটিলার ১৩ জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত : ১১:১৪ এএম, ২ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার

ইসরায়েলি বাহিনীকে এড়িয়ে গাজায় প্রায় ৩০টি ফ্লোটিলা জাহাজ গাজা উপকূলের কাছাকাছি পৌঁছেছে। তবে বিদেশি কর্মী ও সাহায্যবাহী ১৩টি নৌকা আটক করেছে ইসরায়েলি বাহিনী। আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন ফ্লোটিলা আয়োজকরা।

 

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ভিডিওতে দেখা যায়, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অন্যতম গুরুত্বপূর্ণ যাত্রী এবং সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গকে আটক করেছে উসরায়েলি সেনারা।


সেনারা তাকে ঘিরে রেখেছে এবং তিনি জাহাজের ডেকের ওপর বসে আছেন। রয়টার্স ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছে।
ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘হামাস-সুমুদ ফ্লোটিলার বেশ কয়েকটি জাহাজ থামিয়ে দেওয়া হয়েছে এবং তাদের যাত্রীদের একটি ইসরায়েলি বন্দরে স্থানান্তরিত করা হচ্ছে। গ্রেটা এবং তার বন্ধুদের সুস্থ এবং নিরাপদ রাখা হয়েছে।

 


’ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহর গাজায় চিকিৎসা সরঞ্জাম ও খাদ্য পাঠানোর উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। ৪০টিরও বেশি বেসামরিক নৌকায় প্রায় ৫০০ জন সংসদ সদস্য, আইনজীবী এবং কর্মী নিয়ে রওনা হয়েছে।


 
 

ফ্লোটিলার পক্ষ থেকে টেলিগ্রামে কয়েকটি ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে বিভিন্ন নৌকার যাত্রীরা তাদের পাসপোর্ট হাতে নিয়ে দাবি করেছেন যে তাদের জোর করে আটক করা হয়েছে এবং ইসরায়েলে নিয়ে আসা হয়েছে।


তারা মানবিক উদ্দেশ্যে গাজায় যাচ্ছিলেন। গাজার অবরোধের বিরুদ্ধে একটি প্রধান প্রতিরোধের প্রতীক হিসেবে এই ফ্লোটিলা আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে। তুরস্ক, স্পেন এবং ইতালিসহ অনেক দেশ নৌকা অথবা ড্রোন পাঠিয়েছিল, যাতে তাদের নাগরিকরা সাহায্য পায়। যদিও ইসরায়েল তাদের বারবার ফিরে যেতে সতর্ক করেছিল।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের এই আক্রমণকে সন্ত্রাসী কার্যকলাপ বলে অভিহিত করেছে এবং এটি নির্দোষ মানুষদের জীবনকে বিপন্ন করেছে বলে মন্তব্য করেছে।


কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বুধবার ইসরায়েলের পুরো কূটনৈতিক মিশনকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন। এর আগে ফ্লোটিলায় দুই কলম্বিয়ান নাগরিককে আটক করা হয়। ইসরায়েল কলম্বিয়ায় গত বছর থেকে কোনো রাষ্ট্রদূত রাখেনি।

 

এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিম বৃহস্পতিবার ইসরায়েলের ফ্লোটিলা আটকের নিন্দা জানিয়ে বলেছেন, ‘ইসরায়েলি বাহিনী আটজন মালয়েশিয়ান নাগরিককে আটক করেছে।’ আনওয়ার এক বিবৃতিতে বলেছেন, ‘একটি মানবিক মিশনকে আটকে রেখে ইসরায়েল শুধু ফিলিস্তিন জনগণের অধিকার নয়, বরং পৃথিবীর বিবেককেও তাচ্ছিল্য করেছে।’ 

 

ইসরায়েলের ফ্লোটিলা আটকের ঘটনায় ইতালি ও কলম্বিয়ায় বিক্ষোভ শুরু হয়েছে। আন্তর্জাতিক সাহায্য ফ্লোটিলার প্রতি সংহতি জানাতে  ইতালীয় শ্রমিক ইউনিয়ন শুক্রবার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। ইসরায়েল নৌবাহিনী পূর্বে ফ্লোটিলাকে সতর্ক করেছিল যে তারা একটি সক্রিয় যুদ্ধ অঞ্চল অভিমুখে যাত্রা করছে এবং বৈধ অবরোধের বিরুদ্ধে এগিয়ে যাচ্ছে। নিরাপদভাবে গাজায় সাহায্য সরবরাহ করার জন্য শান্তিপূর্ণ  চ্যানেল ব্যবহারের প্রস্তাব করেছিল।