তোফায়েল আহমেদের দাফন অনিশ্চিত, মরদেহ দুইদিন ধরে হাসপাতালে
মোঃ হুমায়ুন কবির বাপ্পী, স্টাফ রিপোর্টার
প্রকাশিত : ১০:২৩ এএম, ২ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার

বাংলাদেশের রাজনীতির কিংবদন্তি ও বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের মৃত্যুর দুইদিন পার হলেও দাফন নিয়ে জটিলতার অবসান হয়নি। রাজধানীর স্কয়ার হাসপাতালে তার মরদেহ এখনো পড়ে আছে। দাফনের স্থান ও জানাজা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এবং পরিবারের মধ্যে দ্বন্দ্বের কারণে এই নজিরবিহীন অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
হাসপাতাল সূত্রে তার মৃত্যুর খবর দুই দিন আগেই নিশ্চিত করা হলেও রাজনৈতিক টানাপোড়েনের কারণে পরিবারকে আনুষ্ঠানিক ঘোষণা দিতে দেওয়া হয়নি। নির্ভরযোগ্য একটি গোয়েন্দা সূত্র জানিয়েছে, সরকার আশঙ্কা করছে— ভোলায় জানাজা হলে বিপুল জনসমাগম হবে, যা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রতি জনসমর্থনের প্রকাশ ঘটাবে। এ কারণেই ঢাকায় গোপনীয়ভাবে দাফনের জন্য পরিবারের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে।
কিন্তু পরিবার সরকার প্রস্তাবে রাজি নয়। তারা প্রিয় নেতাকে ভোলায় তার মায়ের কবরের পাশে দাফনের দাবিতে অনড়। এ দ্বন্দ্বের কারণেই মৃত্যুর দুই দিন পরও মরদেহ হাসপাতাল থেকে সরানো যায়নি।
সংকট আরও জটিল হয়েছে পরিবারের অভ্যন্তরীণ অবস্থার কারণে। ভাতিজা ও সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল কারাগারে থাকায় এবং অন্য গুরুত্বপূর্ণ সদস্যরা আত্মগোপনে থাকায় দাফনের মতো সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে। পরিবারের অভিযোগ, বর্তমানে যারা মরদেহ তদারকির দায়িত্বে আছেন তারা অন্য সদস্যদের হাসপাতালে প্রবেশ করতে দিচ্ছেন না।
এদিকে তোফায়েল আহমেদের মৃত্যুতে ভোলা ও সারাদেশে গভীর শোক নেমে এসেছে। তবে বিস্ময়করভাবে, যেসব সুবিধাভোগী নেতারা এতদিন তার ছত্রছায়ায় থেকে সুযোগ নিয়েছেন, গত ৫ আগস্টের পর থেকে তারা কেউ পরিবারের পাশে দাঁড়াননি বলে অভিযোগ উঠেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যু নিয়ে নানা গুজব ছড়াচ্ছে। জাতির এই বরেণ্য নেতাকে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ কবে পাবে দেশের মানুষ, সেদিকেই এখন সবার দৃষ্টি।