শুক্রবার   ০৩ অক্টোবর ২০২৫   আশ্বিন ১৭ ১৪৩২   ১০ রবিউস সানি ১৪৪৭

বিলিয়নেয়ার ক্লাবে আনুষ্ঠানিক প্রবেশ, বলিউডের সবচেয়ে ধনী শাহরুখ

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন, স্টাফ রিপোর্টার

প্রকাশিত : ০৬:৩৩ পিএম, ১ অক্টোবর ২০২৫ বুধবার

মুম্বাই, ১ অক্টোবর- হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫-এ প্রথমবারের মতো শাহরুখ খান শীর্ষে উঠে এসে বিনোদন জগতে ইতিহাস রচনা করলেন। এই তালিকা অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১২,৪৯০ কোটি রুপি, যা তাকে বলিউডের সবচেয়ে ধনী অভিনেতার মর্যাদা দিয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, তিন দশক অতিবাহিত হলেও সিনেমা, ব্যবসা ও বিনিয়োগে নজরআকর্ষণীয় অবস্থান ধরে রেখেছেন শাহরুখ। এই অর্জনের পেছনে বড় ভূমিকা রয়েছে তার প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স–এ অংশীদারিত্বকে।

 

এই তালিকায় শাহরুখের পরেই অবস্থান নিয়েছেন বলিউড অভিনেত্রী জুহি চাওলা ও তাঁর পরিবার (৭,৭৯০ কোটি রুপি) এবং তৃতীয় স্থানে রয়েছেন হৃত্বিক রোশন (২,১৬০ কোটি রুপি)।

 

২০২৪ সালের হুরুন তালিকায় শাহরুখের সম্পদ ছিল ৭,৩০০ কোটি রুপি, অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রায় দ্বিগুণ বৃদ্ধি হয়েছে তার সম্পদ।

Latest and Breaking News on NDTV

শাহরুখ শুধু সিনেমার নায়ক নন- তিনি সামাজিক ও সাংস্কৃতিক বিনোদন জগতে এক উদ্যোক্তা প্রতিভা হিসেবে খ্যাতি অর্জন করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর জনপ্রিয়তা ব্যাপক-ইনস্টাগ্রামে ৪৮.৬ মিলিয়ন ও এক্স (পূর্বে টুইটার)–এ ৪৩.৯ মিলিয়ন ফলোয়ার।

 

এরই মধ্যে অনেকেই বলছেন, এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়; এটি ভারতীয় বিনোদন শিল্পের অর্থনৈতিক শক্তি ও বৈচিত্র্যকেও তুলে ধরে।