সোমবার   ০৩ নভেম্বর ২০২৫   কার্তিক ১৯ ১৪৩২   ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

গাজীপুরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন জিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৩:৩২ পিএম, ১ অক্টোবর ২০২৫ বুধবার

বাংলার হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে গাজীপুর মহানগরীতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পূজাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।

 

এরই ধারাবাহিকতায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এবং পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম (সেবা) মঙ্গলবার  রাতে মহানগরীর সদর, কোনাবাড়ী ও গাছা থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন।

 

পরিদর্শনকালে তিনি পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ, পূজামণ্ডপের আয়োজক ও স্থানীয় সুধীজনের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি পূজার আয়োজন নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

 

জনাব জাহিদুল হাসান বলেন, “দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। প্রতিটি পূজামণ্ডপে পুলিশি টহল, গোয়েন্দা নজরদারি এবং পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ধর্ম যার যার, উৎসব সবার—এই মূলমন্ত্রে সবাইকে মিলেমিশে উৎসব উদযাপনের আহ্বান জানাচ্ছি।”

 

পূজা আয়োজক কমিটির নেতৃবৃন্দ পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানিয়ে বলেন, পুলিশের এ ধরনের তৎপরতা ও আন্তরিক উদ্যোগের কারণে ভক্তবৃন্দ ও দর্শনার্থীরা নিরাপদে পূজা উদযাপন করতে পারছেন।

 

গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় শতাধিক পূজামণ্ডপে ইতোমধ্যেই দুর্গাপূজার আয়োজন শুরু হয়েছে। নগরীর বিভিন্ন সড়ক, মন্দির ও পূজামণ্ডপে আলোকসজ্জা এবং সাজসজ্জায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবক ও স্থানীয়রা পূজামণ্ডপে নিরাপত্তায় কাজ করছে।]