শুক্রবার   ০৩ অক্টোবর ২০২৫   আশ্বিন ১৭ ১৪৩২   ১০ রবিউস সানি ১৪৪৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত প্রায় ৬০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত : ১০:৪৫ এএম, ১ অক্টোবর ২০২৫ বুধবার

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৬০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে দেশটির মধ্যাঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রাত ৯টা ৫৯ মিনিটে সেবু দ্বীপের উত্তরাঞ্চলীয় বোগো এলাকার কাছে ভূমিকম্পটির উৎপত্তি হয়। এর পরপরই একাধিক আফটারশক অনুভূত হয়, যা আতঙ্ক বাড়িয়ে দেয়।

সিভিল ডিফেন্স অফিসের ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর রাফায়েলিতো আলেজান্দ্রো জানান, নিহতের সংখ্যা ৬০ ছাড়িয়েছে। আহতদের অনেককে সেবু দ্বীপের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হলেও উপচে পড়া ভিড়ে চিকিৎসা সেবায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে। গুরুতর আহতদের অনেকে হাসপাতালে জায়গা না পেয়ে বাইরে চিকিৎসা নিচ্ছেন।

ভূমিকম্পের ফলে বোগো, সেবু ও আশপাশের বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় এবং বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়। সেবু প্রদেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া সান রেমিজিও পৌরসভায় ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে অভিযান চলছে।

একপর্যায়ে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করে ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি। তারা জানায়, সমুদ্রপৃষ্ঠে সামান্য পরিবর্তন হলেও তা আর ঝুঁকির কারণ নয়।

উদ্ধার কাজে নিয়োজিত কর্মীরা জানান, আফটারশক ও অন্ধকারের কারণে রাতভর অভিযান ব্যাহত হয়েছে। ধসে পড়া ভবনের নিচে আরও মানুষ আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সেবুর প্রাদেশিক গভর্নর পামেলা বারিকুয়াত্রো সামাজিক মাধ্যমে জানান, আহতের সংখ্যা এত বেশি যে অনেককে চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠাতে হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সব ধরনের জরুরি ব্যবস্থা নেওয়া হচ্ছে।