পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় নিহত ১০, ভারতকে দায়ী করছে ইসলামাবাদ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত : ০৪:১৪ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় ভয়াবহ বোমা হামলায় অন্তত ১০ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এ হামলার জন্য ভারতকে দায়ী করেছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কোয়েটার ফ্রন্টিয়ার কর্পস (এফসি) সদরদপ্তরের কাছে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি বিস্ফোরিত হয়। মুহূর্তেই আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দ্রুত অভিযান চালিয়ে নিরাপত্তা বাহিনী চার সন্ত্রাসীকে হত্যা করেছে।
বেলুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বখত মুহাম্মদ কাকার জানান, হতাহতদের কোয়েটার সিভিল হাসপাতাল ও ট্রমা সেন্টারে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রদেশজুড়ে হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি এ হামলাকে ‘সন্ত্রাসী তৎপরতা’ আখ্যা দিয়ে বলেন, “এ ধরনের কাপুরুষোচিত হামলা পাকিস্তানি জাতির মনোবল দুর্বল করতে পারবে না। আমরা বেলুচিস্তানকে শান্তিপূর্ণ প্রদেশে রূপান্তর করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়ে অভিযোগ করেন, ‘ভারত-সমর্থিত সন্ত্রাসীরা’ এর সঙ্গে জড়িত। তিনি বলেন, “ফিতনা-আল-খাওয়ারিজ ও ভারতের স্বার্থে কাজ করা এ ধরনের উগ্রপন্থিরা পাকিস্তানের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না।”
এদিকে হামলার পরপরই কোয়েটার প্রধান হাসপাতালগুলোতে বিশেষ সতর্কাবস্থা জারি করা হয়েছে এবং চিকিৎসক-নার্সসহ সব স্বাস্থ্যকর্মীকে ডিউটিতে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।