বুধবার   ১৪ জানুয়ারি ২০২৬   মাঘ ১ ১৪৩২   ২৫ রজব ১৪৪৭

ফেব্রুয়ারির মধ্যেই ফিরতে পারে পাচার হওয়া অর্থের একটি অংশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৩:৪৬ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার

দেশ থেকে পাচার হওয়া অর্থের একটি অংশ আগামী ফেব্রুয়ারির মধ্যে ফেরত আসতে পারে বলে আশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তবে সুনির্দিষ্ট অঙ্ক উল্লেখ করতে তিনি বিরত থাকেন।

 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

 

অর্থ উপদেষ্টা বলেন, “টাকা যারা পাচার করে তারা সব জানে কিভাবে করতে হবে। ফেরত আনতে সময় লাগছে। কিছু অগ্রগতি হয়েছে, অনেক লিগ্যাল ফার্মের সঙ্গে আলোচনা চলছে। ফেব্রুয়ারির মধ্যে হয়তো কিছু আসবে, বাকির জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।”

 

তিনি স্পষ্ট করে জানান, এ প্রক্রিয়া কোনো সরকারই এড়িয়ে যেতে পারবে না। কারণ আন্তর্জাতিক আইন মেনে লিগ্যাল উপায়ে ছাড়া অর্থ ফেরত সম্ভব নয়।

 

ড. সালেহউদ্দিন আরও বলেন, পাচারের অর্থ ফেরত আনার অগ্রাধিকারের তালিকায় ১১–১২টি মামলা রাখা হয়েছে। এর বাইরে যেসব মামলায় ২০০ কোটি টাকার বেশি জড়িত, সেগুলোও নজরদারিতে রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন দেশে পাচারকারীদের অ্যাকাউন্ট ও সম্পদ ফ্রিজ করা হয়েছে বলেও জানান তিনি।

 

নতুন সরকার এ প্রক্রিয়া চালিয়ে যাবে কি না—এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, “চালিয়ে যেতে তারা বাধ্য। নাহলে টাকা ফেরত আসবে না।”

 

একইসঙ্গে খাদ্য ও পুষ্টি সংকট প্রসঙ্গে তিনি স্বীকার করেন, বিশেষ করে শিশু ও মায়েদের মধ্যে অপুষ্টি বিদ্যমান। সরকার এরই মধ্যে জেলেদের জন্য ভিজিএফ সহায়তা এবং বিশেষ ট্রাকের মাধ্যমে চাল সরবরাহ করছে বলে জানান তিনি।

 

অর্থ উপদেষ্টা বলেন, “আমাদের খাদ্যাভ্যাস সুষম নয়। চালের ওপর নির্ভরশীলতা বেশি। ডিম ও অন্যান্য আমিষ সবার নাগালে আনতে হবে।”