শুক্রবার   ০৩ অক্টোবর ২০২৫   আশ্বিন ১৭ ১৪৩২   ১০ রবিউস সানি ১৪৪৭

গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে নেতানিয়াহুর সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত : ১০:৩৬ এএম, ৩০ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার

 

গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউস থেকে প্রকাশিত এই প্রস্তাবে ২০ দফা অন্তর্ভুক্ত রয়েছে, যা গাজায় যুদ্ধ তাৎক্ষণিকভাবে থামাতে পারে বলে দাবি করছে মার্কিন প্রশাসন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি হামাস।

 

ট্রাম্পের পরিকল্পনায় বলা হয়েছে, উভয় পক্ষ রাজি হলে যুদ্ধ তাৎক্ষণিকভাবে বন্ধ হবে। বন্দি ও মরদেহ বিনিময় সম্পন্ন হবে ৭২ ঘণ্টার মধ্যে। গাজা সাময়িকভাবে অরাজনৈতিক ফিলিস্তিনি কমিটি দ্বারা পরিচালিত হবে, যেখানে হামাসের কোনো ভূমিকা থাকবে না। ইসরায়েল গাজাকে অধিগ্রহণও করবে না।

 

প্রস্তাবের প্রধান কিছু দফা হলো—

  • গাজাকে উগ্রবাদ ও সন্ত্রাসমুক্ত অঞ্চল হিসেবে গড়ে তোলা।

  • যুদ্ধবিরতির সঙ্গে সঙ্গেই ইসরায়েলি বাহিনী সীমান্তে ফিরে যাবে এবং সব সামরিক কার্যক্রম স্থগিত হবে।

  • সব ইসরায়েলি বন্দি ফেরত আসার পর গাজা থেকে আটক ১ হাজার ৭০০ জনকে মুক্তি দেবে ইসরায়েল।

  • শান্তিপূর্ণ সহাবস্থানে রাজি হামাস সদস্যদের ক্ষমা করা হবে, আর যারা দেশ ছাড়তে চাইবে তাদের নিরাপদে যেতে দেওয়া হবে।

  • জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার তত্ত্বাবধানে গাজায় পূর্ণ মানবিক সহায়তা প্রবাহিত হবে।

  • অবকাঠামো পুনর্গঠনে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও উন্নয়ন পরিকল্পনা গড়ে তোলা হবে।

  • গাজায় একটি আন্তর্জাতিক অস্থায়ী স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) মোতায়েন করা হবে, যারা নিরাপত্তা বজায় রাখবে এবং ফিলিস্তিনি পুলিশকে প্রশিক্ষণ দেবে।

  • ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ ও রাষ্ট্র প্রতিষ্ঠার পথে একটি বিশ্বাসযোগ্য কাঠামো তৈরি করা হবে।

 

এ পরিকল্পনার তদারকি করবে নতুন আন্তর্জাতিক সংস্থা ‘পিস বোর্ড’, যার সভাপতিত্ব করবেন ট্রাম্প। এতে বিশ্বনেতা ও বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করার কথা রয়েছে।

 

হামাস এখনো লিখিত প্রস্তাব হাতে না পাওয়ায় আনুষ্ঠানিক অবস্থান জানায়নি। তবে নেতানিয়াহুর সমর্থনের পর মধ্যপ্রাচ্যে কূটনৈতিক অঙ্গনে আলোচনার নতুন মাত্রা যোগ হয়েছে।