বুধবার   ২২ অক্টোবর ২০২৫   কার্তিক ৭ ১৪৩২   ২৯ রবিউস সানি ১৪৪৭

মহাঅষ্টমী আজ, রামকৃষ্ণ মিশনে হবে কুমারী পূজা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ১০:৩২ এএম, ৩০ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার

শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী আজ (মঙ্গলবার)। অগ্নি, বায়ু, বস্ত্র, পুষ্প ও মাল্য—এই পাঁচ নৈবেদ্যে দেবী দুর্গার পূজা অনুষ্ঠিত হবে।

 

মহাঅষ্টমীর প্রধান আকর্ষণ কুমারী পূজা। রাজধানীর রামকৃষ্ণ মিশন ও মঠে প্রতিবছরের মতো এবারও হাজারো সনাতন ধর্মাবলম্বীর উপস্থিতিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আয়োজন করা হয়েছে এ পূজা। রামকৃষ্ণ মিশন সূত্রে জানা গেছে, এ বছর কুমারী পূজা শুরু হবে সকাল ১১টায় এবং শেষ হবে দুপুর ১টায়।

 

দিনের শুরুতে সকাল ৬টা ১০ মিনিটে মহাঅষ্টমীর পূজা শুরু হয়। সকাল সাড়ে ১০টায় পুষ্পাঞ্জলি এবং দুপুর ১২টায় মধ্যাহ্ন প্রসাদ পরিবেশন করা হবে। সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে সন্ধিপূজা এবং রাত ৭টা ১ মিনিটে সমাপন ঘটবে।

 

এদিকে সোমবার রাজধানীসহ সারাদেশে মহাসপ্তমী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। পূজামণ্ডপগুলোতে দিনভর ভিড় জমে দুর্গাভক্তদের।

 

রোববার ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হওয়া দুর্গোৎসব শেষ হবে আগামী ২ অক্টোবর বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে।

 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর সারাদেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ঢাকা মহানগরে রয়েছে ২৫৮টি মণ্ডপ ও মন্দির। শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনে রাজধানীসহ সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সরকার।