শুক্রবার   ০৩ অক্টোবর ২০২৫   আশ্বিন ১৭ ১৪৩২   ১০ রবিউস সানি ১৪৪৭

ছয় নায়িকার সঙ্গে নিলয়ের ‘সুইট প্রেমিক’

বিনোদন ডেস্ক

প্রকাশিত : ০৩:১৮ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৫ সোমবার

জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর এবার হাজির হচ্ছেন এক ব্যতিক্রম চরিত্রে। ‘সুইট প্রেমিক’ নামে নতুন একটি নাটকে তাকে দেখা যাবে একসঙ্গে ছয় নায়িকার বিপরীতে অভিনয় করতে।

এ নাটকে নিলয়ের সঙ্গে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি, শান্তি রহমান, অর্পা, স্নেহা, অরিন ও অন্বেষা। এছাড়াও রয়েছেন মনিরা মিঠু ও মাসুম বাসার। ফরিদুল ইসলাম নির্জনের গল্পে নাটকটি পরিচালনা করেছেন মিতুল খান।

নাটকের কাহিনিতে দেখা যাবে, ছয়জন নারীর সঙ্গে নিলয়ের সম্পর্ক কীভাবে শুরু হয়, কোথায় গড়ায় এবং শেষ পর্যন্ত তিনি কীভাবে এই জটিলতা সামলান। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জাগো এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাচ্ছে।

অভিনেতা নিলয় জানান, প্রথমে ছয় নায়িকার বিপরীতে অভিনয়ের প্রস্তাব নিয়ে তার দ্বিধা ছিল। তবে শুটিং শেষে মনে হয়েছে এটি তার ক্যারিয়ারের ভিন্নধর্মী অভিজ্ঞতা। তিনি বলেন, “এটা শুধু প্রেম বা আকর্ষণের গল্প নয়, বরং আত্ম-অন্বেষণেরও গল্প।”

পরিচালক মিতুল খান বলেন, “এই গল্পটা আমাদের সময়ের এক অদ্ভুত বাস্তবতার প্রতিফলন। বাহ্যিক সৌন্দর্য বা জনপ্রিয়তা কখনোই মানুষের আসল সুখের নিশ্চয়তা নয়—নাটকটিতে সেটাই তুলে ধরা হয়েছে।”

নাটকটির মাধ্যমে দর্শকরা শুধু বিনোদনই নয়, বরং জীবনের গভীর প্রশ্ন নিয়েও ভাবার সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন নির্মাতা।