সোমবার   ০৩ নভেম্বর ২০২৫   কার্তিক ১৮ ১৪৩২   ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

গ্যালারি থেকে কথা নয়, মাঠে নেমে খেলতে আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত : ১১:৩৩ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২৫ রোববার

প্রবাসী বাংলাদেশিদের জাতি পুনর্গঠনের কাজে সরাসরি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “গ্যালারি থেকে কথা বলা সহজ, কিন্তু আমরা চাই আপনারা মাঠে নেমে একসঙ্গে খেলুন।”

শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিত ‘এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিস’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

ড. ইউনূস প্রবাসীদের দেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে বলেন, জুলাই অভ্যুত্থানের পর শুরু হওয়া পরিবর্তনের ধারাবাহিকতা রক্ষায় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তিনি আরও যোগ করেন, প্রবাসীদের অংশগ্রহণে দেশে ফেরার আত্মবিশ্বাস ও নতুন উদ্দীপনা মিলছে।

অনুষ্ঠানে বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ গত ১৫ মাসে অর্থনৈতিক অগ্রগতির চিত্র তুলে ধরে জানান, প্রবাসীদের অবদানে রেমিট্যান্স প্রবাহ ২১ শতাংশ বেড়েছে।

এছাড়া রাজনৈতিক দলগুলোর নেতারা জুলাই-পরবর্তী রাজনৈতিক ভিশন উপস্থাপন করেন। প্যানেল আলোচনায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির ড. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, ন্যাশনাল সিটিজেন পার্টির আক্তার হোসেনসহ অন্যরা।

অনুষ্ঠানে প্রবাসীদের জন্য বিনিয়োগ, সেবা ও দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে তৈরি মোবাইল অ্যাপ ‘শুভেচ্ছা’ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা।