শুক্রবার   ০৩ অক্টোবর ২০২৫   আশ্বিন ১৭ ১৪৩২   ১০ রবিউস সানি ১৪৪৭

মিথ্যা অপবাদের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবেন শিল্পা শেঠি

বিনোদন ডেস্ক

প্রকাশিত : ১২:৪৭ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫ শনিবার

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি স্বামী রাজ কুন্দ্রাকে ঘিরে নতুন বিতর্কে জড়িয়ে পড়েছেন। ৬০ কোটির আর্থিক প্রতারণা মামলায় তার নাম ওঠায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। শিল্পা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এবার আর নীরব থাকবেন না, বরং মিথ্যা অপবাদের বিরুদ্ধে সরাসরি আদালতের দ্বারস্থ হবেন

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, রাজ কুন্দ্রার বিরুদ্ধে ওঠা অভিযোগে বলা হয়েছে— প্রতারণার মাধ্যমে আদায় করা অর্থ চারজন অভিনেত্রীর ব্যাংক অ্যাকাউন্টে গেছে, যার মধ্যে শিল্পা শেঠি, বিপাশা বসু ও নেহা ধুপিয়ার নাম রয়েছে।

তবে শিল্পার আইনজীবী এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলেছেন। তিনি জানান, “আমার মক্কেল গত ১০ বছরে কোনো ১৫ কোটি টাকার লেনদেন করেননি। যারা এই মিথ্যা তথ্য প্রচার করছে, তাদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব।”

তিনি আরও যোগ করেন, “ভুল সংবাদ প্রচার করে শিল্পার মানহানি করার চেষ্টা চলছে। আমরা ইতোমধ্যেই বিষয়টি খতিয়ে দেখছি এবং প্রয়োজনে ফৌজদারি মামলা করা হবে।”

অন্যদিকে রাজ কুন্দ্রা মন্তব্য করেছেন, “অপেক্ষা করুন, সত্য খুব শিগগিরই প্রকাশ্যে আসবে। আমরা কোনোদিন ভুল কাজ করিনি এবং করবও না।”