দুই প্রস্তুতিতে বিএনপি-জামায়াত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ১২:২৩ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫ শনিবার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামী ভিন্ন ভিন্ন কৌশলে সমান্তরাল প্রস্তুতি নিচ্ছে। একদিকে নির্বাচনী প্রার্থী বাছাই ও জনসংযোগে মনোযোগী বিএনপি, অন্যদিকে প্রার্থী ঘোষণা ও পাঁচ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে জামায়াত।
বিএনপি ইতোমধ্যেই সম্ভাব্য প্রার্থী বাছাই শুরু করেছে। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত নেতারা আসনভিত্তিক প্রার্থীদের সঙ্গে বৈঠক করছেন। পূজা শেষে ‘ডোর টু ডোর’ জনসম্পৃক্ত কর্মসূচি নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছে দলটি।
অন্যদিকে জামায়াতে ইসলামী প্রায় সব আসনেই প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। পোস্টার, ব্যানারসহ নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি ‘সংস্কার ছাড়া নির্বাচন নয়’ শ্লোগানে তারা পাঁচ দফা দাবিতে আন্দোলন করছে। দলটির নেতারা মনে করছেন, কাঠামোগত সংস্কার ছাড়া জনগণের প্রত্যাশিত নির্বাচন সম্ভব নয়।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, একসময় আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে চলা বিএনপি ও জামায়াত এবার নির্বাচনী কৌশলে ভিন্ন পথে হাঁটছে। বিএনপি দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় ফেরার চেষ্টা করছে, আর জামায়াত সংস্কারের দাবিকে অগ্রাধিকার দিচ্ছে। ফলে ত্রয়োদশ সংসদ নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের লড়াই নয়, দুই সাবেক মিত্রের মধ্যকার রাজনৈতিক প্রাধান্য প্রতিষ্ঠার পরীক্ষাও হয়ে উঠতে পারে।