শুক্রবার   ০৩ অক্টোবর ২০২৫   আশ্বিন ১৭ ১৪৩২   ১০ রবিউস সানি ১৪৪৭

জাতিসংঘ সদর দপ্তরের সামনে সংঘর্ষে ছাত্রলীগ কর্মী আহত, বিএনপি কর্ম

অনলাইন ডেস্ক

প্রকাশিত : ১২:১৬ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫ শনিবার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ছাত্রলীগ কর্মীর ওপর হামলার অভিযোগে যুক্তরাষ্ট্র বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক সিটি

 

পুলিশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশ চলাকালে ছাত্রলীগ কর্মী হৃদয় মিয়ার সঙ্গে বিএনপি কর্মী রিয়াজ রহমানের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নিলে ঘটনাস্থলেই পুলিশ রিয়াজ রহমানকে

 

মাটিতে ফেলে হাতকড়া পরায়।

 

 

আহত হৃদয় মিয়াকে ম্যানহাটনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী বলে জানা গেছে। হৃদয় অভিযোগ করেন, বিক্ষোভ শেষে বাসায় ফেরার সময় এক ব্যক্তি তাকে ও আওয়ামী লীগকে

 

উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করেন। প্রতিবাদ জানালে তিনি মাথা, ঘাড় ও মুখে ঘুষি মারেন।

 

 

এদিকে আরেক ঘটনায়, ভার্জিনিয়া অঙ্গরাজ্য আওয়ামী লীগের কর্মী জিআই রাসেল ভুল করে বিএনপির নির্ধারিত স্থানে প্রবেশ করলে বিএনপি নেতাকর্মীদের হামলার শিকার হন। তিনি গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।