প্রধান উপদেষ্টা ইউনূসের প্রতি পূর্ণ সমর্থন জানালেন বিশ্বনেতারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ১২:০৪ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫ শনিবার
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিশ্বের কয়েকজন সাবেক রাষ্ট্র ও সরকারপ্রধানসহ আন্তর্জাতিক
সংস্থার প্রতিনিধিরা। তারা অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানান এবং দেশের পুনর্গঠন ও উন্নয়নে বিশেষজ্ঞ সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
\
লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিজামী গাঞ্জাভি ইন্টারন্যাশনাল সেন্টারের (এনজিআইসি) সহ-সভাপতি ভাইরা ভিকে-ফ্রেইবার্গার নেতৃত্বে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট বোরুত পাহর, সার্বিয়ার
সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ, গ্রিসের সাবেক প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রেউ, ইউরোপীয় কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট চার্লস মিশেলসহ ইউরোপ ও আফ্রিকার একাধিক প্রাক্তন রাষ্ট্রপ্রধান।
এছাড়া কমনওয়েলথের সাবেক মহাসচিব, জাতিসংঘ সাধারণ পরিষদের চার সাবেক সভাপতি, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, বিশ্বব্যাংকের সাবেক সহ-সভাপতি ইসমাইল সেরাগেলদিন, রবার্ট এফ. কেনেডি হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট কেরি
কেনেডি এবং জর্জটাউন ইনস্টিটিউট ফর উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটির নির্বাহী পরিচালক মেল্যান ভারভিরও বৈঠকে অংশ নেন।
নেতারা দারিদ্র্য বিমোচন, সামাজিক ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠায় ড. ইউনূসের অবদানের প্রশংসা করেন। তারা বলেন, বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা আপনাদের পাশে আছি এবং যেকোনো ধরনের পরামর্শ বা সহায়তা দিতে
প্রস্তুত।
কেরি কেনেডি বাংলাদেশের মানবাধিকার অগ্রগতির প্রশংসা করে বলেন, “আপনাদের সাফল্য অসাধারণ।” অন্যদিকে মেল্যান ভারভির জানান, শিগগিরই তাদের প্রতিষ্ঠান বাংলাদেশের জুলাই বিপ্লবকে আনুষ্ঠানিক সমর্থন জানাবে।
বিশ্বনেতাদের সমর্থনে আবেগাপ্লুত হয়ে ড. ইউনূস বলেন, “এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত।
আপনাদের সবাইকে একসঙ্গে আমাদের প্রতি সমর্থন জানাতে দেখে আমি অভিভূত।” তিনি দেশের বর্তমান পরিস্থিতিকে দীর্ঘস্থায়ী এক ভূমিকম্পের সঙ্গে তুলনা করে উল্লেখ করেন, জনগণ দ্রুত পরিবর্তনের আশা করছে, অথচ সম্পদের
সীমাবদ্ধতা রয়েছে।
প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, “আমাদের আপনার পরামর্শ, সমর্থন ও নৈতিক শক্তি প্রয়োজন।”
বৈঠকে এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।
