বিয়ের পিঁড়িতে শ্রদ্ধা কাপুর, পাত্র লেখক রাহুল মোদী?
বিনোদন ডেস্ক
প্রকাশিত : ০৮:০৮ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন— এমন গুঞ্জন জোরদার হয়েছে মুম্বাইয়ে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষেই বিয়ে হতে পারে শ্রদ্ধার। আলোচনায় রয়েছে, তিনি প্রেমিক লেখক রাহুল মোদীকেই বিয়ে করতে যাচ্ছেন।
গত কয়েক মাস ধরে শ্রদ্ধা ও রাহুলের ঘনিষ্ঠতার খবর প্রকাশ্যে এসেছে। দুজনকে একসঙ্গে বিমানে ভ্রমণ করতে দেখা গেছে একাধিকবার, যা সামাজিক মাধ্যমে ভাইরালও হয়েছে। সম্প্রতি একটি ভিডিওতে দেখা যায়, রাহুল শ্রদ্ধার খাওয়ার মুহূর্ত ক্যামেরাবন্দি করছেন, আর সেই দৃশ্যে লজ্জা পাচ্ছেন অভিনেত্রী। এর পর থেকেই জোরালো হয় বিয়ের জল্পনা।
তবে বিয়ে নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি শ্রদ্ধা কাপুর বা রাহুল মোদী।