মঙ্গলবার   ২১ অক্টোবর ২০২৫   কার্তিক ৫ ১৪৩২   ২৮ রবিউস সানি ১৪৪৭

সবধরনের ফুটবলকে বিদায়: অবসরের ঘোষণা দিলেন সার্জিও বুসকেটস

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত : ০৮:০১ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার

স্পেন ও বার্সেলোনার কিংবদন্তি মিডফিল্ডার সার্জিও বুসকেটস অবসরের ঘোষণা দিয়েছেন। বর্তমানে মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেললেও চলতি মৌসুম শেষেই তিনি পেশাদার ফুটবলকে বিদায় জানাবেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিজের ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় বুসকেটস এ সিদ্ধান্তের কথা জানান।

 

৩৭ বছর বয়সী এই স্প্যানিশ তারকা বলেন, “এটি ছিল অবিশ্বাস্য এক অধ্যায়। মনে হচ্ছে এখন বিদায় বলার সময় এসে গেছে। স্বপ্নের মতো কাটানো ২০ বছরের অসাধারণ পথচলার শেষপ্রান্তে দাঁড়িয়ে আছি আমি। মাঠে এটিই আমার শেষ

মাস। আমি খুশি, তৃপ্ত এবং সবার প্রতি কৃতজ্ঞ।”

 

বুসকেটসের চুক্তি ডিসেম্বরেই শেষ হচ্ছে ইন্টার মায়ামির সঙ্গে। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত খেলেছেন ৬৯ ম্যাচ। নিয়মিত মৌসুমে মায়ামির হাতে বাকি আছে পাঁচ ম্যাচ, লক্ষ্য এমএলএস কাপ জয়। বর্তমানে তারা ইস্টার্ন কনফারেন্সে তৃতীয়

স্থানে।

বার্সেলোনার হয়ে ৭২২ ম্যাচ খেলে তিনটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ৯টি লা লিগাসহ অসংখ্য শিরোপা জিতেছেন বুসকেটস। স্পেন জাতীয় দলের জার্সিতে খেলেছেন ১৪৩ ম্যাচ, ছিলেন ২০১০ সালের বিশ্বকাপজয়ী দলের অপরিহার্য সদস্য।

 

২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দিয়ে জিতেছেন লিগস কাপ ও ২০২৪ সাপোর্টার্স শিল্ড। এবার বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন এই বিশ্বকাপজয়ী মিডফিল্ডার।