শুক্রবার   ০৩ অক্টোবর ২০২৫   আশ্বিন ১৭ ১৪৩২   ১০ রবিউস সানি ১৪৪৭

জেগে উঠেছে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি ব্যারেন আইল্যান্ডে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত : ০৩:৫০ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের জনবসতিহীন ব্যারেন আইল্যান্ডে আবারও জেগে উঠেছে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। পোর্ট ব্লেয়ার থেকে ১৪০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত এ আগ্নেয় দ্বীপে গত ২০ সেপ্টেম্বর অগ্ন্যুৎপাত

 

শুরু হয়। প্রবল বিস্ফোরণের পর আন্দামানে ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ভারতীয় নৌবাহিনী প্রকাশিত ছবিতে দেখা যায়, চূড়া থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে এবং পাহাড়ি ঢাল বেয়ে লাভা নেমে আসছে। দাবি করা হচ্ছে, ১৩ ও ২০ সেপ্টেম্বর দুই দফায় স্ট্রম্বোলিয়ান ধরনের অগ্ন্যুৎপাত ঘটেছে। বর্তমানে আগ্নেয়গিরি

 

সক্রিয় থাকলেও পোর্ট ব্লেয়ার বা আশপাশে কোনো সতর্কতা জারি করা হয়নি।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, লাভা ক্ষতি না করলেও ছাই ও গ্যাস সামুদ্রিক প্রাণী ও প্রবাল প্রাচীরের জন্য হুমকি হতে পারে। একই সঙ্গে বিমান চলাচলেও ঝুঁকি তৈরি হতে পারে। ভারতীয় নৌবাহিনী ও ভূতাত্ত্বিক দপ্তর ইতোমধ্যে নজরদারি শুরু করেছে।

 

টেকটোনিক প্লেটের সংঘর্ষজনিত সাবডাকশন জোনে অবস্থিত এই দ্বীপ পুরোপুরি আগ্নেয় উপাদানে তৈরি। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় ৩৫৪ মিটার। নিকটতম জনবসতিপূর্ণ দ্বীপ হলো স্বরাজ (হ্যাভলক) ও নরকোন্ডম।

 

ব্যারেন আইল্যান্ডে প্রথম অগ্ন্যুৎপাত রেকর্ড করা হয় ১৭৮৯ সালে। পরবর্তীতে ১৯৯১ সালে বড় অগ্ন্যুৎপাত হয়, যা দীর্ঘ সময় সক্রিয় ছিল। সর্বশেষ ২০১৭ ও ২০১৮ সালেও দ্বীপটি সক্রিয় হয়েছিল। যদিও জনবসতিহীন এ দ্বীপে প্রবেশ

 

নিষিদ্ধ, তবু এটি বিজ্ঞানীদের গবেষণার জন্য গুরুত্বপূর্ণ এলাকা। এখানকার প্রতিকূল পরিবেশেও কিছু পাখি, বাদুড়, ইঁদুর ও ছাগল টিকে আছে।