সোমবার   ০৩ নভেম্বর ২০২৫   কার্তিক ১৯ ১৪৩২   ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, কেউ ফাউল করতে নামবেন না: সিইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৬:১৮ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, বিদ্যমান সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী নির্বাচন হবে, আর এ জন্য চূড়ান্ত প্রস্তুতি চলছে। ভোটের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে এবং রমজানের আগেই ভোট সম্পন্ন হবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এ কথা বলেন। তিনি বলেন, অতীতেও নির্বাচনের আগে গোলমাল হয়েছে, তবে ভোটের সময় সব ঠান্ডা হয়ে গেছে। এবারও সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সর্বশক্তি দিয়ে কাজ করবে নির্বাচন কমিশন।

তিনি সতর্ক করে বলেন, “কেউ যেন ফাউল খেলায় না নামে। সবাই ভালো নিয়তে অংশ নেবেন—এটাই আশা।” এসময় সেনাবাহিনী মোতায়েনসহ লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির আশ্বাস দেন তিনি।

প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ভোটিং চালুর সিদ্ধান্তকে সিইসি ঐতিহাসিক বলে উল্লেখ করেন। কানাডায় প্রবাসীদের সঙ্গে মতবিনিময়ের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, বিদেশ থেকেও বাংলাদেশিরা এবার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

নতুন দল নিবন্ধন প্রসঙ্গে সিইসি বলেন, ২২টি দলের যাচাই-বাছাই চলছে। আপত্তি-অভিযোগ নিষ্পত্তি শেষে নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্ত হবে।

জাতীয় পার্টির ভাঙন নিয়ে প্রশ্নে সিইসি জানান, বর্তমানে একাধিক পক্ষ লাঙ্গল প্রতীকের দাবি করছে, তাই তিনি “কনফিউজড”। তবে সময়মতো বিষয়টি সমাধান হবে বলে আশ্বাস দেন।

পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি নিয়ে আলোচনার প্রসঙ্গে সিইসি স্পষ্ট করেন, “ভোট আরপিও অনুযায়ীই হবে। আইন বদলানো আমাদের কাজ নয়।” তিনি দলগুলোর সমঝোতার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনে দেশি-বিদেশি পর্যবেক্ষকদের অংশগ্রহণে কোনো আপত্তি নেই।