সোমবার   ০৩ নভেম্বর ২০২৫   কার্তিক ১৯ ১৪৩২   ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

দুমকিতে সমাপ্ত হলো ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত : ০৫:৪৫ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার

পটুয়াখালীর দুমকিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে তিন দিনব্যাপী ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা আনন্দঘন পরিবেশে শেষ হয়েছে।

 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সরকারি জনতা কলেজ মাঠে বালকদের ফুটবল ফাইনাল ম্যাচের মাধ্যমে প্রতিযোগিতার সমাপ্তি হয়। ফাইনাল খেলায় দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয় দল সৃজনী বিদ্যানিকেতনকে

 

৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এর আগে বুধবার বালিকাদের ফুটবল ফাইনালে একই বিদ্যালয় উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে শিরোপা জয় করে।

 

ফাইনাল খেলার উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম সফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক মো. ফরহাদ হোসেন খান, সদস্য মো. আসলাম হাওলাদার, মো. জাহিদুল ইসলাম,

 

বশিরুল আলম, সাইফুল ইসলাম পাভেল, মোসা. খাদিজা বেগম, অরুণ চন্দ্র দাস, মনিরুল ইসলাম, মনোয়ার হোসেনসহ আরও অনেকে।

 

প্রতিযোগিতায় উপজেলার ৪৬টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা মোট ৩০টি একক ও দলীয় ইভেন্টে অংশ নেয়। প্রতিটি ইভেন্ট শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 

এর আগে গত ২৩ সেপ্টেম্বর সকালে দুমকি উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।