জাতিসংঘ অধিবেশনে ভারতের তীব্র সমালোচনা প্রধান উপদেষ্টার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত : ০৫:৩৩ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারতের তীব্র সমালোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি অভিযোগ করেন, গত বছরের গণবিপ্লবকে ভারত ভালোভাবে নেয়নি, সেই কারণেই দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জানায়, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক মাস আগে সার্জিও গোরকে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছেন।
প্রধান উপদেষ্টা বলেন, “ছাত্ররা গত বছর যা করেছে, ভারত তা পছন্দ করেনি। ভারতীয় মিডিয়ার ভুয়া খবর পরিস্থিতিকে আরও খারাপ করেছে। তারা প্রোপাগান্ডা চালিয়েছে, গত বছরের গণবিপ্লব নাকি একটি ইসলামি আন্দোলন। এসব মিথ্যা প্রচারণা দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলেছে।”
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তার ভাষায়, “ভারত হাসিনাকে আশ্রয় দিয়েছে, যিনি সমস্যার সৃষ্টি করছেন। এ কারণেও দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।”
ড. ইউনূস আরও বলেন, ভারতের কারণেই দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) অচল হয়ে আছে। “সার্ক কাজ করছে না কারণ একটি দেশের রাজনীতির সঙ্গে এটি খাপ খাচ্ছে না।” একইসঙ্গে তিনি এশিয়ার আরেক আঞ্চলিক জোট আসিয়ানে যোগদানের আগ্রহ প্রকাশ করেন।
উল্লেখ্য, সার্কের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৪ সালে। ২০১৬ সালের সম্মেলন উরির সন্ত্রাসী হামলার পর স্থগিত হয় এবং তখন থেকেই এ জোট কার্যত অচল হয়ে আছে। ভারত এখন বেশি গুরুত্ব দিচ্ছে বিমসটেককে, যেখানে পাকিস্তান নেই। সর্বশেষ বিমসটেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকও করেছেন ড. ইউনূস।