পিআর পদ্ধতি সংবিধান ও আরপিওতে নেই: প্রধান নির্বাচন কমিশনার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৫:২৩ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সংখ্যানুপাতিক বা আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা (পিআর পদ্ধতি) বাংলাদেশের সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) নেই। তাই বর্তমান কাঠামোর মধ্যে এ পদ্ধতিতে নির্বাচন আয়োজন করা সম্ভব নয়।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সিইসি বলেন, “আরপিও পরিবর্তন করে যদি নতুন কোনো পদ্ধতি যোগ করতে হয়, তাহলে আইন সংশোধন করতে হবে। আমাদের সে ক্ষমতা নেই। সংবিধানও সংশোধন করতে হবে, যা আমাদের এখতিয়ারের বাইরে।”
তিনি আরও বলেন, “রাজনৈতিক দলগুলো যদি পিআর পদ্ধতি চান, তবে তাদের এ বিষয়ে সিদ্ধান্তে আসতে হবে। আইন ও সংবিধান পরিবর্তন ছাড়া এই পদ্ধতি চালু করা সম্ভব নয়।”
আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা প্রসঙ্গে প্রশ্ন করা হলে নাসির উদ্দিন বলেন, প্রচলিত পদ্ধতিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে রাজনৈতিক দলগুলোর সমঝোতার বিষয়টিকে গুরুত্ব দেন তিনি।
