ভুয়া আইডি থেকে টাকা দাবি, প্রতারণায় মুখ খুললেন অভিনেত্রী প্রভা
মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন, স্টাফ রিপোর্টার
প্রকাশিত : ০৫:০৭ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ভুয়া আইডি ব্যবহার করে অর্থ দাবি ও রাজনৈতিক মন্তব্য ছড়ানোর বিষয়ে ভক্তদের সতর্ক করেছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) এক ফেসবুক লাইভে তিনি জানান, তাঁর নামে একাধিক ভুয়া প্রোফাইল খোলা হয়েছে, যেগুলো থেকে বিভ্রান্তিকর পোস্ট ও প্রতারণামূলক বার্তা পাঠানো হচ্ছে।
প্রভা বলেন, “আমার ছবি ও নাম ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট চালানো হচ্ছে। এমনকি পোস্ট দিয়ে বলা হচ্ছে—আইডির রিচ কমে গেছে, সবাই সাড়া দিন। এগুলোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।”
তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, “মানুষ নিজের যোগ্যতা কাজে না লাগিয়ে কেন আমার নাম ও ছবি ব্যবহার করে ভুয়া প্রোফাইল বানাচ্ছে, সেটা বোধগম্য নয়। এগুলো বন্ধ হওয়া জরুরি।”
ভক্তদের উদ্দেশে প্রভা সতর্ক করেন—তাঁর নামে কোনো ভুয়া আইডি থেকে অর্থ দাবি, রাজনৈতিক মন্তব্য বা দেশবিরোধী লেখা ছড়ালে যেন কেউ তা বিশ্বাস না করেন। “আমার প্রোফাইল ব্যবহার করে কেউ যদি এসব করে, সেটা আমি নই,” যোগ করেন তিনি।
প্রসঙ্গত, সম্প্রতি প্রভা দুটি চলচ্চিত্রের কাজে যুক্ত হয়েছেন। তিনি সাদেক সিদ্দিকীর পরিচালনায় দেনা পাওনা সিনেমার শুটিং শেষ করেছেন এবং ঝুমুর আসমা জুঁই পরিচালিত দুই পয়সার মানুষ চলচ্চিত্রেও অভিনয় করছেন।