গাজায় যুদ্ধবিরতির নতুন পরিকল্পনা উপস্থাপন করলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত : ০৪:০৪ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার
ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে নতুন একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিউইয়র্কে আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে ২১ দফা সম্বলিত এই পরিকল্পনা তুলে ধরা হয়।
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বুধবার বিষয়টি নিশ্চিত করে জানান, “আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আমরা বিশ্বাস করি এই পরিকল্পনা বাস্তবায়ন হলে গাজায় সহিংসতা বন্ধ হবে এবং একইসঙ্গে ইসরায়েল ও তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর নিরাপত্তা উদ্বেগও সমাধান হবে।”
২১ দফার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো— গাজায় আটক সব জিম্মির দ্রুত মুক্তি, স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, প্রশাসনকে হামাসের প্রভাবমুক্ত করা এবং ধাপে ধাপে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বৈঠকে আরব নেতারা ট্রাম্পের পরিকল্পনায় সমর্থন জানিয়েছেন। তবে তারা কয়েকটি অতিরিক্ত প্রস্তাবও দিয়েছেন, যার মধ্যে রয়েছে পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্ব বন্ধ করা, জেরুজালেমের বর্তমান স্থিতাবস্থা বজায় রাখা, গাজায় যুদ্ধের অবসান, সব ইসরায়েলি জিম্মির মুক্তি এবং অবাধ মানবিক ত্রাণ সহায়তা নিশ্চিত করা।
একজন উপস্থিত কূটনীতিক বৈঠকটিকে “অসাধারণ ও কার্যকর” আখ্যা দিয়েছেন।
প্রসঙ্গত, এর আগে সোমবার জাতিসংঘ সদর দপ্তরে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য ফ্রান্স ও সৌদি আরবের আয়োজনে বৈশ্বিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনের ধারাবাহিকতায়ই আরব নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট ট্রাম্প।
