শনিবার   ০৮ নভেম্বর ২০২৫   কার্তিক ২৪ ১৪৩২   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্ব বন্ধ করতে হবে: ফিনল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত : ১১:৪৯ এএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্ব বন্ধ করা প্রয়োজন বলে জানিয়েছে ফিনল্যান্ড। জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ফিনিশ প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব বলেন, ১৯৬৭ সাল থেকে চলমান এই দখলদারিত্ব শেষ করতে হবে।

স্টাব গাজায় চলমান মানবিক সংকটকে “অসহনীয়” বলে অভিহিত করে অবিলম্বে যুদ্ধবিরতি, বাধাহীন মানবিক সহায়তা প্রবেশ এবং বন্দিদের মুক্তির আহ্বান জানান। তিনি বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কোনো অধিকার কোনো রাষ্ট্রেরই নেই। রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের মতো কোনো অপরাধের স্বপক্ষে কোনো যুক্তি গ্রহণযোগ্য নয়, একইভাবে ফিলিস্তিনে আন্তর্জাতিক আইনের লঙ্ঘনও মেনে নেওয়া যায় না।

তিনি আলোচনার মাধ্যমে ইসরায়েল-প্যালেস্টাইনের নিরাপত্তা নিশ্চিত করে ফিলিস্তিনিদের রাষ্ট্র ও সার্বভৌমত্বের ন্যায্য দাবি মেনে নেওয়ার ওপর জোর দেন এবং ১৯৬৭ সালের পর শুরু হওয়া দখলদারিত্বের অবসান ও সব ইস্যুর স্থায়ী সমাধান দাবি করেন।

স্টাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের কথাও তুলেন; তিনি বলছেন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যসংখ্যা বাড়ানো এবং ভেটো ক্ষমতা বাতিলসহ প্রতিনিধিত্ব বাড়ানোর প্রয়াস থাকা উচিত। একইসাথে তিনি মনে করিয়েছেন, গাজায় সাধারণ মানুষ চরম ভোগান্তির মধ্যে আছেন এবং এটি আন্তর্জাতিক ব্যবস্থার ব্যর্থতার প্রতিফলন।

সংবাদসংস্থা আনাদোলুর প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়, জাতিসংঘের তদন্তকারীরাও গাজায় ইসরায়েলের কার্যক্রমকে নিয়ে উদ্বেগ ব্যক্ত করেছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর সংঘর্ষ শুরুর পর থেকে সেখানে ব্যাপক প্রাণহানি ও বীভৎস পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যা আন্তর্জাতিক মনোযোগের দাবি রাখে।