সোমবার   ০৩ নভেম্বর ২০২৫   কার্তিক ১৯ ১৪৩২   ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

ফেব্রুয়ারিতেই নির্বাচন, প্রধান উপদেষ্টাও সহযোগিতা করছেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত : ১১:৪৪ এএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও নির্বাচনের পক্ষে সহযোগিতা করছেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ঠিকানাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

ফখরুল বলেন, “নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। প্রধান উপদেষ্টাও নির্বাচনের পক্ষে। তবে কিছু শত্রু বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, যা সবাইকে মিলে প্রতিরোধ করতে হবে।” তিনি বলেন, মানুষের মধ্যে যে অবিশ্বাস তৈরি হয়েছে তা দূর করে আবার বিশ্বাস প্রতিষ্ঠা করতে সবার কাজ করার প্রয়োজন আছে। এর জন্য ধাপে ধাপে এগোতেই হবে।

তিনি জানান, তিনি মনে করেন ড. ইউনূসও নির্বাচন করাতে আগ্রহী এবং এ বিষয়ে দৃঢ়ভাবে সহযোগিতা করেছেন। ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলো, সেনাবাহিনী এবং প্রশাসন—সব পক্ষই জানে নির্বাচন হবে; তবু দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, “বাংলাদেশে সরল ও সহজ কোনো বিষয় নেই, সবকিছু জটিলতায় পড়ে যায়।”

ফখরুল বর্তমান সময়ে বিশেষ করে ‘মব ভায়লেন্স’ বা হামলাবাহুল সময়কে ভয়াবহ আখ্যা দিয়ে বলেন, কোনো পক্ষ পরিকল্পিতভাবে বাড়াবাড়ি ও সহিংসতা তৈরি করছে, যা দেশের স্থিতিশীলতার জন্য বিপজ্জনক। তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে বিভাজন সৃষ্টির অভিযোগ এনে বলেন, গত ১৫ বছরে যে রাজনৈতিক বিভাজন তৈরি হয়েছে তার ফলেই জনগণের মধ্যে অবিশ্বাস দেখা দিয়েছে এবং সেটি দূর করতে আস্থা পুনর্নির্মাণ জরুরি।

এ ছাড়া তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে পলিটিক্যাল বার্গেনিংকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে উল্লেখ করে বলেন, আলোচনার মাধ্যমে অনেক জায়গায় অগ্রগতি হয়েছে এবং আরও আলোচনা চালিয়ে উচিত সমাধান খোঁজা।