সোমবার   ০৩ নভেম্বর ২০২৫   কার্তিক ১৯ ১৪৩২   ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

গলাচিপায় সাবেক চেয়ারম্যানের ছেলে নিখোঁজ

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত : ০৭:০১ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৫ বুধবার

পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানট্টি গ্রামের ইফতেকার (৩৫) গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) থেকে নিখোঁজ রয়েছেন। তিনি প্রয়াত আব্দুল খালেকের ছেলে এবং গলাচিপা পরিষদের সাবেক চেয়ারম্যানের সন্তান।

পরিবার সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে ইফতেকার চট্টগ্রামের ওয়াপদা কলোনী মনসুরাবাদ এলাকায় বোনের বাসা থেকে বের হন। এরপর তিনি আর বাসায় ফেরেননি।

যদি কোনো সহৃদয়বান ব্যক্তি ইফতেকারকে দেখে থাকেন বা তার সন্ধান পান, তবে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।