শনিবার   ০৮ নভেম্বর ২০২৫   কার্তিক ২৪ ১৪৩২   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

থাইল্যান্ডে হঠাৎ রাস্তার মাঝে ১৬০ ফুট গভীর গর্ত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত : ০৪:৫১ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৫ বুধবার

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে হঠাৎ সড়ক ধসে তৈরি হয়েছে ১৬০ ফুট গভীর একটি বিশাল গর্ত। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে সামসেন রোডের ভাজিরা হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।

গর্তটির প্রস্থ প্রায় ১০০ ফুট। নিরাপত্তার কারণে ভাজিরা হাসপাতাল থেকে সাংঘি পর্যন্ত যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ধসের ফলে হাসপাতালের বহির্বিভাগের সেবা স্থগিত রাখা হয়েছে এবং প্রায় ৩ হাজার ৫০০ রোগীকে আশপাশের ভবনে সরিয়ে নেওয়া হয়েছে। যদিও হাসপাতালের মূল কাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি।

প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল জানিয়েছেন, এ দুর্ঘটনায় টানেল ও সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা সংস্কারে অন্তত এক বছর সময় লাগতে পারে। বিষয়টি নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকেই গুরুত্বের সঙ্গে আলোচনা হবে।

ম্যাস র‌্যাপিড ট্রানজিট কর্তৃপক্ষ জানিয়েছে, ধসের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাটি টানেলের ভেতরে ধসে পড়ায় এ গর্ত তৈরি হয়েছে। এতে একটি বড় পানির পাইপ ভেঙে যায় এবং আশপাশের অবকাঠামো নড়বড়ে হয়ে পড়ে।

গর্তে ইতোমধ্যে দুটি বৈদ্যুতিক খুঁটি ও পুলিশের একটি গাড়ি পড়ে গেছে। মেট্রোপলিটন ইলেকট্রিসিটি অথরিটি জরুরি ভিত্তিতে বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাটির অবস্থা পর্যবেক্ষণ এবং আশপাশের ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে।

ব্যাংককের গভর্নর চাডচার্ট সিত্তিপুন্ত আশঙ্কা প্রকাশ করেছেন, যদি বৃষ্টি হয় তাহলে গর্ত আরও বড় আকার ধারণ করতে পারে। এজন্য আগাম প্রস্তুতি নেওয়ার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।