ঝুঁকির মুখে তামিম ইকবালের কাউন্সিলরশিপ
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত : ০৪:০২ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৫ বুধবার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলরশিপ নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। খেলোয়াড়ি জীবন আনুষ্ঠানিকভাবে শেষ না করায় তার বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে।
১৮ সেপ্টেম্বর বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের চিঠির পরিপ্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ও প্রশাসনের নির্দেশনায় জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো থেকে শুধুমাত্র এডহক কমিটির সদস্যদের কাউন্সিলর হিসেবে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে বিসিবি যে খসড়া তালিকা প্রকাশ করেছে, তাতেও এডহক কমিটির বাইরে কাউকে রাখা হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করে ক্রিকেট সংশ্লিষ্ট একটি সংগঠন সংবাদ সম্মেলনের ঘোষণা দিলেও তা আর অনুষ্ঠিত হয়নি।
এ অবস্থায় বুধবার ঢাকার ক্রিকেট মহলে জোর গুঞ্জন ওঠে, তামিম ইকবালের কাউন্সিলরশিপ বাতিল হতে পারে। কারণ বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী সক্রিয় ক্রিকেটার বোর্ড কর্মকর্তা হতে পারেন না। তামিম এখনো আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেননি, ফলে তার বর্তমান পরিচয় নিয়ে দ্বিধা তৈরি হয়েছে। অতীতে আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, নাইমুর রহমান দুর্জয়সহ যেসব ক্রিকেটার বোর্ডে দায়িত্ব নিয়েছেন, সবাই খেলোয়াড়ি জীবন শেষ করেই এসেছিলেন।
তামিম প্রিমিয়ার লিগের দল গুলশান ক্রিকেটার্সকে অর্থায়ন করলেও কাগজে-কলমে তিনি ক্লাবটির সভাপতি বা সাধারণ সম্পাদক নন। শুধু অর্থদাতার পরিচয়ে কাউন্সিলরশিপ বৈধ হবে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। ফলে শেষ মুহূর্তে তার কাউন্সিলরশিপ নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে।