নির্বাচন উপলক্ষে পুলিশের জন্য কেনা হচ্ছে ৪০ হাজার বডি ক্যামেরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৩:৩১ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার
নির্বাচনে দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বাড়াতে ৪০ হাজার বডি ক্যামেরা কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের নিজস্ব অর্থায়নে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর মাধ্যমে এ ক্যামেরা সংগ্রহ করা হবে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ তথ্য জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, “আজকের বৈঠকে খুব গুরুত্বপূর্ণ একটি প্রস্তাব এসেছে। নির্বাচনের সময় পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা দেওয়া হবে। প্রস্তাবটি আমরা অনুমোদন করেছি। দ্রুতই ক্যামেরা আনা হবে।”
খরচের বিষয়ে প্রশ্ন করা হলে অর্থ উপদেষ্টা জানান, সুনির্দিষ্ট অঙ্ক এখন বলা সম্ভব নয়। তবে অর্থ মন্ত্রণালয় ব্যয় নির্বাহ করবে এবং নির্বাচন খাত থেকেই অর্থ মেটানো হবে।
ইউএনডিপির মাধ্যমে কেন কেনা হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা যেমন টিকা আনতে ইউনিসেফের সহযোগিতা নিই, তেমনি বডি ক্যামেরা কেনার ক্ষেত্রেও ইউএনডিপি মান ও দামের নিশ্চয়তা দেবে। এতে টেন্ডার বা দরপত্র প্রক্রিয়ায় জটিলতা এড়ানো যাবে এবং স্বচ্ছতা নিশ্চিত হবে।”
তিনি আরও বলেন, “সরকার টাকা দেবে, কিন্তু কিনতে হবে বেসরকারি খাত থেকে। নির্বাচনের জন্য যা যা প্রয়োজন, তার কোনো ঘাটতি রাখা হবে না।”
