ভোজ্যতেলের দামে লিটারে ১ টাকা বাড়ল, ব্যবসায়ীদের আপত্তি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৫:০৯ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৫ সোমবার

আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বাড়লেও বাংলাদেশে লিটারপ্রতি মাত্র ১ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে এই সিদ্ধান্তে অসন্তুষ্টি জানিয়েছে পরিশোধন ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো।
ব্যবসায়ীরা প্রতি লিটার সয়াবিন ও পাম তেলের দাম ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দিলেও মন্ত্রণালয় সেটি গ্রহণ করেনি। মন্ত্রণালয়ের দাবি, প্রস্তাবিত মূল্যবৃদ্ধি আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ট্যারিফ কমিশনের পর্যবেক্ষণেও প্রতি কেজি সয়াবিনে সাড়ে চার টাকা ও পাম তেলে সাত টাকা বাড়ার যৌক্তিকতা পাওয়া গেলেও মন্ত্রণালয় এককভাবে লিটারে ১ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
বর্তমানে বাজারে বোতলজাত সয়াবিনের দাম ১৮৯ টাকা, খোলা সয়াবিন ১৭৪ টাকা এবং পাম তেল ১৫০ টাকা নির্ধারিত রয়েছে। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে এগুলো সামান্য বেড়ে যাবে। তবে ব্যবসায়ীদের মতে, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি বিবেচনায় এই সমন্বয় যথেষ্ট নয়।