মঙ্গলবার   ২৩ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৭ ১৪৩২   ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

দল থেকে বহিষ্কৃত, তবু পদে–বিক্ষোভে এনসিপি নেতাকর্মীরা

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন, স্টাফ রিপোর্টার

প্রকাশিত : ০৭:৪৮ এএম, ২২ সেপ্টেম্বর ২০২৫ সোমবার

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তি মহানগরীর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক যুগ্ম সদস্য সচিব মো. শাহাদাত হোসেন সাকিবকে (২৫) বহিষ্কার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় গাছা থানা নেতাকর্মীরা।

 

রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গাছার বোর্ডবাজার ঢাকা ব্যাংকের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ শেষে একই স্থানে মানববন্ধন ও সমাবেশে মিলিত হয়।

 

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শাহাদাত হোসেন সাকিব সম্প্রতি সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুর, মামলা বাণিজ্য, কাশেম হত্যাকাণ্ডে জড়িত থাকা, আহতদের নামে টাকা আত্মসাৎ এবং কারখানার ঝুট বাণিজ্য অবৈধভাবে নিয়ন্ত্রণসহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

 

বক্তারা জানান, এসব অভিযোগের কারণে সম্প্রতি গাজীপুর জেলা নাগরিক পার্টির গুরুত্বপূর্ণ পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। তবে শনিবার (২০ সেপ্টেম্বর) তিনি আবারও জাতীয় যুবশক্তি গাজীপুর মহানগরীর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক যুগ্ম সদস্য সচিবের পদ ভাগিয়ে নেন, যা স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে।

 

নেতাকর্মীরা বলেন, শাহাদাত ছাত্র না হয়েও ছাত্র রাজনীতির পদে আসীন হওয়াটা দুঃখজনক। তারা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানান, শাহাদাতের পদ স্থগিত করে কঠোর বিচারের ব্যবস্থা করতে। মানববন্ধন থেকে আরও ঘোষণা দেওয়া হয়—দ্রুত ব্যবস্থা না নিলে আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

 

অভিযুক্ত শাহাদাত হোসেন সাকিব অবশ্য সকল অভিযোগ অস্বীকার করে জানান, তাকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্রের শিকার করা হচ্ছে। তার দাবি, “যারা পদে জায়গা পায়নি, তারাই মিথ্যাচার করে এই বিক্ষোভ মিছিল করেছে।”