লাকসামে জাকের পার্টির জনসভা ও র্যালি অনুষ্ঠিত
রিয়াদ হোসেন, লাকসাম প্রতিনিধি:
প্রকাশিত : ১১:১৪ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৫ রোববার

অদ্য ২১ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফ্ফরগঞ্জ ৩নং দক্ষিণ ইউনিয়নের শ্রিয়াং বাজার টুটুল মার্কেট সংলগ্ন স্থানে জাকের পার্টির উদ্যোগে এক জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাকসাম উপজেলা জাকের পার্টির সভাপতি নূরে আলম মানিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক জনাব সহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক জনাব তাজুল ইসলাম বাবুল, সেচ্ছাসেবক ফ্রন্ট কুমিল্লা সাংগঠনিক বিভাগের সভাপতি জনাব রুহুল আমিন, জাকের পার্টি যুব ওলামা ফ্রন্টের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল কাদের, যুব সেচ্ছাসেবক ফ্রন্ট কুমিল্লা সাংগঠনিক বিভাগের সভাপতি সৈয়দ অহিদুজ্জামান ম্যানেজার, নাঙ্গলকোট উপজেলা জাকের পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম, সেচ্ছাসেবক ফ্রন্ট কুমিল্লা সাংগঠনিক বিভাগের সাংগঠনিক সম্পাদক আঃ রহমান, লাকসাম উপজেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদ, কুমিল্লা দক্ষিণ জেলা যুব হিন্দু ভক্ত ফ্রন্টের সভাপতি লিটন চন্দ্র ভৌমিক এবং সিনিয়র হিন্দু ভক্ত ফ্রন্ট কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি ডাঃ খোকন মজুমদার।
এছাড়াও লাকসাম উপজেলা জাকের পার্টি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তাগণ তাঁদের বক্তব্যে শান্তি ও স্থিতিশীলতার আহ্বান জানিয়ে বলেন, কল্যাণকামী জনতার একমাত্র দল হলো জাকের পার্টি।
পরে ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ ও নেতৃবৃন্দের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে মোনাজাত এবং তাবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।