মঙ্গলবার   ২৩ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৭ ১৪৩২   ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

কনটেন্ট থেকে এআই ইনকাম–তরুণদের স্বপ্ন জাগাচ্ছেন রবিনরাফান

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন, স্টাফ রিপোর্টার

প্রকাশিত : ০২:২৬ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৫ রোববার

বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন অঙ্গনের সুপরিচিত নাম রবিনরাফান (ওবায়দূর রহমান)। দেশেই নয়, বর্তমানে যুক্তরাষ্ট্র সফরকালীন সময়ে তিনি একের পর এক ভ্লগ ও সোশ্যাল মিডিয়া কনটেন্ট তৈরি করে তরুণ প্রজন্মের দৃষ্টি আকর্ষণ করছেন। নিউইয়র্ক, নায়াগ্রা ফলস, বাফেলো, ইয়ঙ্কার্সসহ নানা স্থানের অভিজ্ঞতা ফুটিয়ে তুলছেন নিজের ক্যামেরায়, যা দর্শককে শুধু বিনোদনই দিচ্ছে না, বরং অনুপ্রেরণাও যোগাচ্ছে।

 

কনটেন্ট ক্রিয়েটরদের পথচলার দিকনির্দেশনা দিতে রবিনরাফান রচনা করেছেন আলোচিত গ্রন্থ ‘ক্রিয়েটিভ কন্টেন্ট ও সফল ক্যারিয়ার’। বর্ষাদুপুর প্রকাশনী থেকে প্রকাশিত বইটি মাত্র সাত মাসে একাদশ সংস্করণে পৌঁছেছে–যা কনটেন্ট ক্রিয়েশনভিত্তিক বইয়ের ক্ষেত্রে বাংলাদেশে এক বিরল দৃষ্টান্ত। বইটিতে কেবল কনটেন্ট বানানোর কৌশল নয়, বরং অডিয়েন্স গড়ে তোলা, প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট, আয়ের পথ এবং দীর্ঘমেয়াদী ক্যারিয়ার গঠনের বাস্তব অভিজ্ঞতা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

 

ডিজিটাল দুনিয়ায় এআই (Artificial Intelligence) নিয়ে তরুণদের আগ্রহকে ঘিরে রবিনরাফান লিখেছেন আরেকটি জনপ্রিয় বই ‘এআই কন্টেন্ট, প্রম্পট থেকেই ইনকাম’। এতে দেখানো হয়েছে কীভাবে এআই টুল ব্যবহার করে ভিডিও তৈরি, শর্টফর্ম কনটেন্ট প্রযোজনা, মিউজিক ও ভয়েস জেনারেশন, স্ক্রিপ্ট রাইটিং, কনটেন্ট এডিটিং ও পোস্ট-প্রোডাকশনের কাজ সহজ করা যায়। পাশাপাশি রয়েছে বাস্তব আয়ের উদাহরণ ও মনিটাইজেশনের কৌশল। প্রকাশের এক মাসের মধ্যেই বইটির দ্বিতীয় সংস্করণ বাজারে এসেছে–যা পাঠকপ্রিয়তার সুস্পষ্ট প্রমাণ।

 

কেবল লেখালেখি নয়, রবিনরাফান তার ইউটিউব চ্যানেল ‘রবিনরাফান একাডেমী’ এবং এআই মাস্টারক্লাসের মাধ্যমে নিয়মিতভাবে তরুণ ক্রিয়েটরদের প্রশিক্ষণ দিচ্ছেন। তিনি শেখাচ্ছেন–অডিয়েন্স অ্যানালিটিক্স বোঝা, শর্টফর্ম বনাম লংফর্ম কনটেন্টের স্ট্র্যাটেজি, প্ল্যাটফর্মভিত্তিক কনটেন্ট অপ্টিমাইজেশন, রিলস ও শর্টস ভাইরাল করার কৌশল এবং ব্র্যান্ড ডিল বা সহযোগিতার মাধ্যমে আয় বাড়ানোর উপায়।

 

বর্তমান প্রজন্মের কাছে রবিনরাফান শুধু একজন কনটেন্ট ক্রিয়েটর নন, বরং একজন রোল মডেল। তার সৃজনশীলতা এবং প্রযুক্তির মেলবন্ধন প্রমাণ করেছে–দৃঢ় ইচ্ছাশক্তি ও সঠিক দিকনির্দেশনা থাকলে ডিজিটাল দুনিয়াতেও গড়ে তোলা সম্ভব এক সফল ক্যারিয়ার।