কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের ইফতার মাহ্ফিল
প্রকাশিত : ০২:৩০ পিএম, ২৩ মে ২০১৯ বৃহস্পতিবার

গত বুধবার জজকোর্ট এলাকার অন্নপূর্ণা হোটেলে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদল।
এ সময় সভাপতির বক্তব্যে কলেজ শাখা ছাত্রদল সভাপতি দেলোয়ার হোসেন রিন্টু বলেন, দুই কোটি টাকার মিথ্যা ও প্রহসনের মামলায় প্রায় দেড় বছর ধরে কারাগারে রয়েছেন বেগম খালেদা জিয়া।
দীর্ঘদিন কারাগারে থেকে তাঁর শারীরিক অবস্থা দিন দিন অবনতি হয়ে আসছে। তিনি আরো বলেন, খালেদা জিয়াকে মুক্ত করতে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আমাদের প্রতিটি সংগঠনের আন্দোলন গড়ে তুলতে হবে এবং তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তি কামনা করেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজ শাখার সাবেক সভাপতি জহির উদ্দিন তুহিন। বিশেষ অতিথির বক্তব্যে কলেজ শাখা ছাত্র দলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন দেশনেত্রী বেগম খালেদা সুস্থতা ওমুক্তি কামনা করেন এবং আগামী তে কোন ভূইফোর নেতা দিয়ে কমিটি হবেনা বলে আশ্বাস দেন।
অত্র অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সাইয়্যেদুর রহমান সাঈদ,খন্দকার ইফরান আহম্মেদ ফাহিম,মাহমুদ ভূইয়া, কামরুল ইসলাম কানন,রুহুল আমিন রুহুল, সহ আরো অনেকে এ সময় কলেজ ছাত্র দল নেতা আহম্মেদ শাকিল বলেন,সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবৈধ সরকারের কারাগার থেকে মুক্ত করতে হবে। কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলে আগামি দিনে অযোগ্য ও নেতৃত্বহীন লোকদের কমিটি না দেওয়ার অনুরোধ করেন।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম তুরান, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক,ওমর ফারুক সুমন। সাবেক যুগ্ম সম্পাদক আকবর হোসেন। বর্তমান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জসিম,সাবেক সহ সম্পাদক নাদিম সিকদার ছাত্রনেতা সাইয়্যেদুর রহমান সাঈদ,মুজিবুল হক রিপন,রেজাউল করিম রিয়াজ ও বায়জিদ শ্রাবণ,ফাহিম সহ কলেজের অতিত বর্তমান সকল নেতৃবৃন্দ এ সময় বক্তারা সকলে অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি ও তার সুচিকিৎসার দাবি জানান। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন,রিয়াজ মাহমুদ। পরে তাঁর রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।