ফিলিস্তিন রাষ্ট্রকে আজ স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত : ১০:২২ এএম, ২১ সেপ্টেম্বর ২০২৫ রোববার
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা আজ (রবিবার, ২১ সেপ্টেম্বর) দিতে পারে যুক্তরাজ্য। বিকেলে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রশাসন এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
এই সিদ্ধান্তকে ব্রিটেনের পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এর আগে জুলাই মাসে প্রধানমন্ত্রী স্টারমার ঘোষণা দিয়েছিলেন, সেপ্টেম্বরের মধ্যে যদি ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত না হয় এবং দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতিশ্রুতি না দেয়, তবে যুক্তরাজ্য তার অবস্থান পুনর্বিবেচনা করবে।
এতদিন ধরে ধারাবাহিক ব্রিটিশ সরকারগুলো বলত, ফিলিস্তিনকে স্বীকৃতি তখনই দেওয়া উচিত যখন তা শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে সর্বোচ্চ প্রভাব ফেলতে পারে। তবে গাজায় চলমান মানবিক বিপর্যয়, ক্ষুধা ও সহিংসতার তীব্রতা—যা প্রধানমন্ত্রী পূর্বে “অসহনীয়” বলে আখ্যা দিয়েছিলেন—এই পদক্ষেপের পেছনে মূল প্রভাবক হিসেবে কাজ করেছে।
অন্যদিকে ইসরায়েলি সরকার, জিম্মিদের পরিবার এবং কনজারভেটিভ দলের একাংশ এ সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একে “সন্ত্রাসকে পুরস্কৃত করা” বলে মন্তব্য করেছেন।
ব্রিটিশ মন্ত্রীরা অবশ্য বলছেন, দীর্ঘমেয়াদে শান্তির আশা টিকিয়ে রাখতে এবং নৈতিক দায়বদ্ধতা থেকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
এদিকে যুক্তরাজ্যের পাশাপাশি আরও কয়েকটি দেশ—ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল ও লুক্সেমবার্গ—ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
