আরিয়ানের সিরিজে প্রশংসিত কে এই আনিয়া সিং?
বিনোদন ডেস্ক
প্রকাশিত : ০৮:৫০ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৫ শনিবার

বৃহস্পতিবার অন্তর্জালে মুক্তি পেয়েছে শাহরুখ পুত্র আরিয়ান খানের প্রথম সিরিজ ‘ব্যাডস অব বলিউড’, যা নিয়ে শুরু থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা ছিল। নেটফ্লিক্সে মুক্তির পর নানা কারণেই সিরিজটি এখন তুমুল আলোচনায়। ৭ পর্বের এই সিরিজে বলিউডের সব ব্যয়বহুল তারকাকে একসঙ্গে দেখা গেছে।
সিরিজটি ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে, বিশেষ করে এর মেটা রেফারেন্সের জন্য।
যদিও সব অভিনয়শিল্পীরাই তাদের অভিনয়ের জন্য প্রশংসিত হচ্ছেন, নেটিজেনদের কাছ থেকে প্রশংসিত পর্যালোচনা পাচ্ছেন। তবে মূল অভিনেতা লক্ষ্য নন, বরং আনিয়া সিং, যিনি সিরিজে লক্ষ্যের ম্যানেজারের ভূমিকায় অভিনয় করছেন। কে এই আনিয়া সিং?
লন্ডনে জন্মগ্রহণ করলেও পাঁচ বছর বয়সে পরিবারসহ দিল্লি চলে আসেন আনিয়া সিং। তিনি কোনো ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে আসেননি।
তার বাবা পেশায় একজন ডাক্তার এবং তার দাদা ছিলেন সেনাবাহিনীতে কর্মরত।
মায়ো কলেজ থেকে নিজের স্কুলিং শেষ করে দিল্লির ভেংকাটেশর কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন আনিয়া। শৈশব থেকে আর্টস এবং সংস্কৃতির প্রতি তার ঝোঁক ছিল কিন্তু কখনো অভিনয় করবেন এমনটা চিন্তায় ছিল না। দিল্লি আসার ৯ বছর পর অর্থাৎ ২০১৫ সালে বলিউডে ভাগ্য পরীক্ষা করার জন্য মুম্বাই এসেছিলেন আনিয়া।
পরিবার তাকে এক বছরের সময় বেঁধে দিয়েছিল।
পরের বছর ২০১৬ সালে যশ রাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শানু শর্মার সঙ্গে পরিচয় হয় আনিয়ার এবং ‘কায়দি ব্যান্ড’ ছবিতে কাজের সুযোগ পান, যেটি মুক্তি পায় ২০১৭ সালে।
এরপর থেমে থাকতে হয়নি। ২০১৯ সালে মুক্তি পাওয়া তেলেগু সিনেমা ‘নীদানু নেনে’, ২০২০ সালে জি ফাইভের ওয়েব সিরিজ ‘নেভার কিস ইওর বেস্টফ্রেন্ড’-এ অভিনয় করেছিলেন। নেটফ্লিক্সের ‘খো গেয়ে হাম কাহা’ সিনেমাতে অনন্যা পান্ডে, সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে অভিনয় করেন আনিয়া।
এ ছাড়া আনিয়াকে দেখা গেছে ব্লকবাস্টার ‘স্ত্রী ২’ সিনেমাতেও। ছবিটিতে আনিয়া অভিনয় করেছেন চিন্তি চরিত্রে।