সাইবার হামলা ইউরোপজুড়ে: শত শত ফ্লাইট বাতিল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত : ০৭:৫১ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৫ শনিবার

ইউরোপের বড় বড় বিমানবন্দরগুলোতে সাইবার হামলার কারণে শত শত ফ্লাইট বাতিল হয়েছে। হামলার শিকার প্রতিষ্ঠান হলো কলিন্স অ্যারোস্পেস, যা বিমানবন্দরগুলিতে চেক-ইন ও বোর্ডিং পরিষেবা সরবরাহ করে। লন্ডনের হিথ্রো, ব্রাসেলস (বেলজিয়াম) এবং বার্লিন (জার্মানি) বিমানবন্দরগুলির অনেক এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল হয়েছে।
কলিন্স অ্যারোস্পেসের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রযুক্তিগত ত্রুটি’র কারণে তারা আপাতত পরিষেবা দিতে পারছে না। সমস্যাটি সমাধান করতে সময় লাগবে। কোম্পানির ইউরোপভিত্তিক অনেক এয়ারলাইন্স এবং বিমানবন্দর এই পরিষেবার গ্রাহক। ফলে চেক-ইন ও বোর্ডিং কার্যক্রম স্থগিত হয়ে ফ্লাইট বাতিলের পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
লন্ডন, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দর ইতোমধ্যে যাত্রীদের ফোনের মাধ্যমে বাতিলকৃত ফ্লাইটের বিষয়ে অবহিত করেছে। তবে ইউরোপের সব বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়নি; ফ্রাঙ্কফুর্ট, হামবুর্গ ও জুরিখ বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।
ব্রাসেলস বিমানবন্দরের একজন কর্মকর্তা জানিয়েছেন, যতক্ষণ কলিন্স অ্যারোস্পেসের সিস্টেম সচল হচ্ছে না, ততক্ষণ ম্যানুয়াল পদ্ধতিতে যাত্রীদের সেবা প্রদান করা হবে। তিনি আরও বলেন, “এটা সময়সাপেক্ষ প্রক্রিয়া। যদি দ্রুত সমস্যার সমাধান না হয়, তাহলে ফ্লাইটগুলোর ডিপার্চার সময় প্রায় ৫৪ মিনিট পিছিয়ে যেতে পারে।”
বিশ্বের অন্যান্য বিমানবন্দর ও এয়ারলাইন্সের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, আধুনিক বিমানপরিচালনা ও চেক-ইন সিস্টেমের উপর হামলা সামগ্রিক বিমান চলাচলের জন্য গুরুতর প্রভাব ফেলতে পারে।
প্রাসঙ্গিক তথ্য
-
কলিন্স অ্যারোস্পেসের পরিষেবা ইউরোপের বেশিরভাগ বিমানবন্দর ও এয়ারলাইন্স ব্যবহার করে।
-
সাইবার হামলার কারণে যাত্রীদের যাত্রা ও সংযোগ ফ্লাইটে বিলম্ব বা বাতিলের সম্ভাবনা রয়েছে।
-
নিরাপত্তা বিশেষজ্ঞরা ভবিষ্যতে আরও জটিল হামলার ঝুঁকি মোকাবিলায় উন্নত সাইবার সুরক্ষা ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন।