বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

পবিপ্রবিতে ল্যাব-ভিত্তিক শিক্ষায় ঝুঁকি ও নিরাপত্তা বিষয়ে কর্মশালা

প্রকাশিত : ০৮:০৪ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার

পবিপ্রবিতে ল্যাব-ভিত্তিক শিক্ষায় ঝুঁকি ও নিরাপত্তা বিষয়ে কর্মশালা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) “Skills, Risks and Safety for Lab-based Learning and Research” শীর্ষক একদিনব্যাপী হাতে-কলমে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কৃষি অনুষদের সেমিনার কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (IQAC)-এর আয়োজনে এ কর্মশালায় অংশ নেন বিভিন্ন অনুষদ ও দপ্তরের ল্যাব টেকনিশিয়ান ও অ্যাটেনডেন্টরা।

অতিথিদের বক্তব্য

  • কোষাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল লতিফ বলেন, “ল্যাবভিত্তিক শিক্ষা ও গবেষণা জাতীয় উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দক্ষ ও নিরাপদ গবেষণা নিশ্চিত হলে দেশীয় বিজ্ঞান-প্রযুক্তির অগ্রগতি ত্বরান্বিত হবে।”

  • প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “গবেষণায় ঝুঁকি ব্যবস্থাপনা ও নিরাপত্তা সংস্কৃতি না গড়ে তুললে কাঙ্ক্ষিত সাফল্য আসবে না।”

  • ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “আধুনিক শিক্ষাব্যবস্থায় ল্যাবরেটরি হচ্ছে জ্ঞান ও গবেষণার মূল ভরকেন্দ্র। নিরাপদ পরিবেশ ছাড়া টেকসই গবেষণা সম্ভব নয়।”

কর্মশালার কার্যক্রম

কর্মশালার সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মাহবুব রব্বানী
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. শায়লা হক
আলোচক হিসেবে অংশ নেন:

  • প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম (পরিচালক, সেন্ট্রাল ল্যাবরেটরি)

  • প্রফেসর ড. মোহাম্মদ লোকমান আলী (ফিশারিজ অনুষদ)

  • প্রফেসর ড. মাহবুব রব্বানী (প্রধান গবেষক, প্ল্যান্ট বায়োটেক ল্যাব অ্যান্ড জার্মপ্লাজম সেন্টার)

দিনব্যাপী কর্মশালার সারসংক্ষেপ উপস্থাপন করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. আব্দুল মাসুদ ও প্রফেসর ড. নূর নবি।